• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের আগেই গর্ভবতী! আদিলকে বিয়ে করে নাম-ধর্ম সব পাল্টে ‘বেগম’ হলেন রাখি সাওয়ান্ত

Published on:

Bollywood actress Rakhi Sawant wears hijab after marriage with Adil Durrani

বলিউডের (Bollywood) ‘ড্রামা ক্যুইন’ তিনি। তাঁকে নিয়ে সংবাদমাধ্যমে চর্চা লেগেই থাকে। সম্প্রতি যেমন নিজের দ্বিতীয় বিয়ের কারণে সংবাদমাধ্যম এবং নেটিজেনদের চর্চার কেন্দ্রে চলে এসেছেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। কবে চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী? আপাতত সবার মনেই ঘুরছে এই একটি প্রশ্ন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রাখি এবং তাঁর প্রেমিক আদিল দুরানির (Adil Durrani) বিয়ের ছবি ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল, কোর্টে গিয়ে আইনি মতে পরিণয় সূত্রে বাঁধা পড়ছেন দু’জনে। পরে অভিনেত্রী নিজেও বিয়ের খবরে শিলমোহর দেন। যদিও আদিল বিয়ের কথা মানছিলেন না।

Rakhi Sawant wedding with boyfriend Adil Photo Viral on Social Media

সেই কারণে অনেকেই রাখির বিয়ে হয়েছে কিনা যা নিয়ে ধন্দে ছিলেন। কিন্তু সম্প্রতি আদিল জানান, সত্যি সত্যিই তিনি ‘বিগ বস’ প্রতিযোগীর সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছে এবং এখন দু’জনে মিলে তাঁর পরিবারকে এই বিয়ের জন্য রাজি করানোর চেষ্টা করছেন।

রাখি অবশ্য বিয়ের পর পরই জানিয়েছিলেন, তিনি আদিলকে বিয়ে করার সঙ্গেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। রাখির পরিবর্তে স্বামী ভালোবেসে তাঁকে নাম দিয়েছেন ফাতিমা। এবার প্রথমবার হিজাব পরে প্রকাশ্যে এলেন অভিনেত্রী।

Rakhi Sawant wearing hijab

সম্প্রতি রাখি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তাঁকে কমলা রঙের একটি হিজাব পরে দেখা যাচ্ছে। সেই সঙ্গেই স্বামী আদিলের সঙ্গে খুনসুটি করতেও দেখা যায় তাঁকে। নামী সংবাদমাধ্যম অমর উজালার সঙ্গে সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি নিজের ইচ্ছায় বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং আদিলের দেওয়া ফাতিমা নামটিও তাঁর প্রচণ্ড পছন্দ হয়েছে।


অপরদিকে আদিল রাখির সঙ্গে বিয়ের খবরে শিলমোহর দিয়ে বলেন, ‘আমি এবং রাখি বিবাহিত এবং আমরা দু’জন একসঙ্গে আনন্দে রয়েছি। পরিবারের সদস্যরা এই বিষয়ে জানেন। তবে ওনারা এখনও রাজি হননি। ওনাদের রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রথমে আমি এই বিষয়টি মানতে চাইছিলাম না। কিন্তু পরে ভাবলাম, যেখানে রাখি থাকে সেখানে বিতর্ক হয়ই। আর সংবাদমাধ্যমে যখন এত চর্চা হচ্ছে, তখন বিয়ের বিষয়টা মেনে নেওয়াই ঠিক হবে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥