• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নতুন বছরে নতুন বর! লুকিয়েই বিয়ে করলেন রাখি সাওয়ান্ত, রইল পাত্রের পরিচয় সহ বিয়ের অ্যালবাম

Published on:

Rakhi Sawant wedding with boyfriend Adil Photo Viral on Social Media

বলিউডের (Bollywood) ‘ড্রামা ক্যুইন’ যদি কেউ হয়ে থাকেন, তাহলে তিনি রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। তাঁর কাণ্ডকারখানা দেখে হাসি চেপে রাখা দায়। কখনও স্পাইডারম্যান সেজে হাজির হন তিনি, আবার কখনও তাঁকে দেখা যায় মঞ্জুলিকা কিংবা জুলির বেশে। সব মিলিয়ে রাখির জীবনের মন্ত্র একটাই, ‘এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট আর এন্টারটেইনমেন্ট’।

বি টাউনের এই চর্চিত ব্যক্তিত্ব নিজের ব্যক্তিগত জীবনের সৌজন্যেও বহুবার সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন। বিবাহিত রীতেশের সঙ্গে অভিনেত্রীর (Bollywood actress) বিয়ে নিয়ে একসময় কম চর্চা হয়নি। এরপর তাঁর জীবনে এসেছিল নতুন প্রেম। এবার সেই প্রেমিকের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়লেন তিনি।

Rakhi Sawant Adil Durrani

হ্যাঁ, ঠিকই দেখছেন। একটু অবাক লাগলেও, সত্যি সত্যিই চুপিসারে সাত পাকে বাঁধা পড়ে গিয়েছেন রাখি এবং তাঁর প্রেমিক আদিল দুরানি (Adil Durrani)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর বিয়ের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। যা দেখে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

বিয়ের দিন রাখিকে খুবই সিম্পল লুকে দেখা গিয়েছে। জীবনের বিশেষ দিনের জন্য অভিনেত্রী বেছে নিয়েছিলেন একটি লাল রঙের সালোয়ার কামিজ। অপরদিকে তাঁর প্রেমিক আদিলের পরনে ছিল কালো রঙের একটি শার্ট এবং জিন্সের প্যান্ট। জানিয়ে রাখি, সামাজিকভাবে নয়, বরং রাখির আইনি বিয়ের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Rakhi Sawant Adil Durrani marriage

রাখি-আদিলের বিয়ের ছবিতে দেখা যাচ্ছে, একটি সার্টিফিকেট ধরে দাঁড়িয়ে রয়েছেন দু’জনে। নেটিজেনদের অনুমান, সেটি ‘বিগ বস’ প্রতিযোগীর বিয়ের সার্টিফিকেট। আর একটি ছবিতে আবার দেখা যাচ্ছে, কাগজে সই করছেন অভিনেত্রী। সেই ছবিটি থেকে জানা গিয়েছে, গত বছরই আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছিলেন রাখি এবং আদিল।

Rakhi Sawant Adil Durrani marriage

প্রসঙ্গত, প্রথম স্বামী রীতেশের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর আদিলের সঙ্গে সম্পর্কে জড়ান রাখি। মাইসোরের ব্যবসায়ী রাখির দ্বিতীয় স্বামী। বিয়ের আগে একসঙ্গে দু’জনকে বহুবার দেখা গিয়েছে। প্রিয় তারকার সাত পাক ঘোরার খবর পেয়ে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরাও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥