• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুম-দাড়াক্কা বিয়ের পর, লোক হাসিয়ে ডিভোর্স সেলিব্রেশন! রাখির কান্ড দেখে ছিঃ ছিঃ করছে নেটপাড়া

Published on:

Bollywood actress Rakhi Sawant divorce celebration video goes viral

বলিউডের (Bollywood) ড্রামা কুইন রাখি সাওয়ান্তের (Rakhi Sawant) কথা ওঠা মানেই আজগুবি সব কাণ্ডকারখানার সাক্ষী থাকা। বরাবরই বিতর্ক আর এই বলি অভিনেত্রী যেন হাত ধরাধরি করে চলে।  মাঝেমধ্যেই নানা ধরনের সব অদ্ভুত ঘটনা ঘটিয়ে শিরোনামে উঠে আসে তিনি। তাই সবসময়ই কোনো না কোনো কারণে পেজথ্রীর পাতার অন্যতম হট টপিক। তিনি।

আর এবার সবাইকে চমকে দিয়ে এদিন নিজের ডিভোর্স সেলিব্রেশনে (Divorce Celebration) মেতেছিলেন অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিনেত্রীর এই ডিভোর্স সেলিব্রেশনের বেশ কিছু ভিডিও। এমনিতে বলিউড সেলিব্রেটিদের ধুমধাম করে রাজকীয় বিয়ে সারার ঘটনা অজানা নয় কারও কাছেই।  আর হালের ডেস্টিনেশন ওয়েডিং তো রয়েইছে।

Bollywood Rakhi Sawant Biopic

তবে এবার বিয়ে নয় ঢাকঢোল পিটিয়ে নিজের ডিভোর্স সেলিব্রেশনে মেতে ছিলেন বলিউডের বিতর্কে শিরোমনি নাম পরিচিত রাখি সাওয়ান্ত। প্রসঙ্গত মাত্র তিন মাসের পরিচয় আদিল ডুরানিরকে বিয়ে করে শিরোনামে এসেছিলেন রাখি। বিয়ের পর  ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম পরিবর্তন করে অভিনেত্রী হয়েছিলেন রাখি সাওয়ান্ত ফাতিমা।

কিন্তু মোহ ভঙ্গ হতেই ভেঙে যায় তাদের বিয়ে ,আদিলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েছিলেন রাখি। এই মুহূর্তে রাখির অভিযোগ অনুযায়ী জেলেই রয়েছেন তাঁর প্রাক্তন স্বামী  আদিল। এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে রাখির পরনে রয়েছে ভারী লেহেঙ্গা, আর গা ভর্তি গয়না।

Bollywood actress Rakhi Sawant divorce celebration video goes viral

চুটিয়ে সাজগোজ করে ক্যামেরার সামনে এসে অভিনেত্রীকে  চিৎকার করে বলতে শোনা যাচ্ছে ‘অবশেষে আমার ডিভোর্স হচ্ছে।  এটা আমার ব্রেকআপ পার্টি। সবাই দুঃখ পেলেও আমি খুশি হচ্ছি।’ কথা শেষ করেই পাশে থাকা বাদকদের দিকে তাকিয়ে স্টার্ট বলেই উদ্দাম নাচানাচি শুরু করে দেন রাখি।

View this post on Instagram

 

A post shared by Koimoi.com (@koimoi)

ড্রামা কুইন রাখির এমন আজগুবি কান্ড দেখে হেসে গড়াচ্ছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‘প্রথমে বিয়ে করেও এমন করেছিল’। তো কেউ লিখেছেন ‘এবার কি অন্য কোন মুরগি পটানোর পরিকল্পনা রয়েছে?’ কেউ আবার রাখির এই কাণ্ডকারখানা থেকে বলেছেন ‘তার উচিত কপিল শর্মা শোতে পারফর্ম করা’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥