• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমার মধ্যেই সমস্যা আছে! অবশেষে সারোগেসির মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার কারণ জানালেন প্রিয়াঙ্কা

Published on:

Bollywood actress Priyanka Chopra reveals why she chose surrogacy

বলিউডের (Bollywood) হাতে গোনা কিছু তারকাই হলিউডে (Hollywood) গিয়ে সফল হয়েছেন। আর সেই হাতে গোনা কিছু তারকার লিস্টে শীর্ষেই থাকবে ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) নাম। হলিউডে গিয়ে শুধুমাত্র কাজ করাই নয়, নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন তিনি। শুধুমাত্র দুর্দান্ত অভিনয় ক্ষমতার সৌজন্যে আজ গ্লোবাল আইকন ‘দেশি গার্ল’।

প্রিয়াঙ্কা এমন একজন অভিনেত্রী যিনি নিজের কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের কারণেও বহুবার সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন। বয়সে ছোট নিক জোনাসকে বিয়ে থেকে শুরু করে সারোগেসির (Surrogacy) মাধ্যমে সন্তান জন্ম দেওয়া- প্রিয়াঙ্কার ব্যক্তিগত জীবন নিয়ে বারবার কাটাছেঁড়া হয়েছে। বিশেষত, সারোগেসির মাধ্যমে প্রিয়াঙ্কার মেয়ে মালতীর জন্মের পর বহু কটাক্ষের তীর ধেয়ে এসেছিল তাঁর দিকে।

Priyanka Chopra, surrogacy, Bollywood, entertainment, Hollywood, Malti Marie Jonas, প্রিয়াঙ্কা চোপড়া, সারোগেসি, বলিউড, মালতী মেরি জোনাস, হলিউড, বিনোদন

কেউ মালতীকে বলেছিলেন ‘রেডিমেড’ বাচ্চা, কেউ আবার বলেছিলেন ‘আউটসোর্সিং’ করে সন্তান জন্ম দিয়েছেন প্রিয়াঙ্কা। অনেকেই মনে করেছিলেন, হয়তো কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে এই ভয়েই নিজের গর্ভে সন্তান ধারণ করেননি ‘দেশি গার্ল’। যদিও তখন এই বিষয়ে একটিও মন্তব্য করেননি অভিনেত্রী।

মেয়ের জন্মের প্রায় এক বছর পর এই বিষয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলেন অভিনেত্রী। ‘দোস্তানা’ অভিনেত্রী স্পষ্টভাবে বলেন, নিক এবং তাঁর সম্মতিতেই সারোগেসি মাধ্যমটি বেছে নেওয়া হয়েছিল। সেই সঙ্গে এও জানান, তাঁর মধ্যে বেশ কিছু জটিল শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। সেই জন্যই তাঁরা এমন সিদ্ধান্ত নিয়েছিলেন।

Priyanka Chopra, surrogacy, Bollywood, entertainment, Hollywood, Malti Marie Jonas, প্রিয়াঙ্কা চোপড়া, সারোগেসি, বলিউড, মালতী মেরি জোনাস, হলিউড, বিনোদন

প্রিয়াঙ্কার কথায়, ‘আমি প্রচণ্ড সাহসী বলেই এমন সিদ্ধান্ত নিতে পেরেছি’। সেই সঙ্গেই অভিনেত্রীর আর্জি, ‘আমার মেয়েকে নিয়ে কোনও কটাক্ষ করবেন না। ওঁকে এসবের থেকে দূরে রাখুন’। অনেকেই হয়তো জানেন, জন্মের পর ৩ মাস অসুস্থ ছিল নিক-প্রিয়াঙ্কার মেয়ে। এই বিষয়ে ‘দেশি গার্ল’ বলেন, ‘প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকটা রাত কাটিয়েছি। তবে এখন আমাদের মেয়ে সুস্থ আছে’।

প্রিয়াঙ্কার কাজের দিক থেকে বলা হলে, বেশ অনেকটা সময় হয়ে গিয়েছে তাঁকে কোনও হিন্দি সিনেমায় দেখা যায়নি। নিককে বিয়ে করে প্রবাসিনী হয়ে যাওয়ার পর থেকে প্রিয়াঙ্কার বলিউড ছবির সংখ্যাও অনেক কমে গিয়েছে। অভিনেত্রীকে এরপর ‘জি লে জারা’ শীর্ষক ছবিতে আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে দেখা যাবে। আপাতত সেই ছবির জন্যই হাপিত্যেশ করে বসে আছেন প্রিয়াঙ্কার অনুরাগীরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥