• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাথরুমে বসে খাবার খেতাম! প্রিয়াঙ্কা চোপড়ার স্ট্রাগলের কথা শুনলে চোখে জল আসতে বাধ্য

Published on:

Bollywood actress Priyanka Chopra reveals she used to eat food in bathroom

ভারতের নামী অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এখন গ্লোবাল আইকন। ‘দেশি গার্ল’এর এখন বিশ্বজোড়া খ্যাতি। তাঁকে চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই দায়। ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসে যেভাবে বলিউড (Bollywood) কাঁপিয়ে প্রিয়াঙ্কা এখন হলিউডে (Hollywood) রাজত্ব করছেন তা অনেক উঠতি অভিনেতা-অভিনেত্রীদের অনুপ্রেরণা জোগায়। সম্প্রতি এই নায়িকাই নিজের জীবনের স্ট্রাগল নিয়ে মুখ খুলেছেন। যা শুনলে অবাক হয়ে যাবেন আপনিও।

প্রিয়াঙ্কার কেরিয়ার শুরু হয়েছিল মডেল হিসেবে। এরপর বলিউডে পা রাখেন তিনি। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভালোই সাফল্য পেয়েছিলেন তিনি। কিন্তু বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে নাম জড়ানোর পর বিপাকে পড়েন তিনি। প্রিয়াঙ্কা সম্প্রতি জানিয়েছিলেন, তিনি স্বেচ্ছায় বিদেশে যাননি, বরং তাঁকে দেশ ছাড়তে একপ্রকার বাধ্য করা হয়েছিল! বলিউডে রীতিমতো কোণঠাসা করা হতো তাঁকে।

Priyanka Chopra, Priyanka Chopra ate food in bathroom

এবার জীবনের আর এক কঠিন অধ্যায় নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা। সম্প্রতি টুডে শোয়ে গিয়ে অভিনেত্রী জানান, মার্কিনমুলুকে যাওয়ার পর প্রথম কয়েক সপ্তাহ প্রচণ্ড কষ্টে কেটেছিল তাঁর। ‘দেশি গার্ল’ তখন স্কুলে পড়তেন। তবে বাকি সকল বাচ্চাদের মতো খেলা করা অথবা ক্যাফেটেরিয়ায় বসে খাবার খেতেন না তিনি।

প্রিয়াঙ্কা বলেন, ‘আমি বাথরুমের একটা স্টলের মধ্যে ঢুকে দুপুরের খাবার খেতাম। আমি এতটাই বেশি নার্ভাস থাকতাম। আমি তখন জানতাম না, ক্যাফেটেরিয়ায় গিয়ে কীভাবে খাবার নিতে হয়। একটা ভেন্ডিং মেশিন থেকে ডরিটোস নিয়ে বাথরুমে চলে যেতাম। সেখানে গিয়ে তাড়াতাড়ি খেয়ে ক্লাসে চলে যেতাম। অন্য বাচ্চাদের সামনাসামনি না হওয়ার জন্য এমনটা করতাম’।

Priyanka Chopra, Priyanka Chopra ate food in bathroom

‘দেশি গার্ল’এর কথায়, সেখানে তাঁর নিজেকে ভারতীয় মনে হওয়ার চেয়ে বেশি নন-আমেরিকান মনে হতো। শেষ পর্যন্ত বাকি সবার সঙ্গে মেশার জন্য নিজের মধ্যে বেশ কিছু পরিবর্তন আনেন তিনি। প্রিয়াঙ্কা নিজের সমবয়সীদের বোঝান, কেন তিনি বাকি সবার মতো ডেটে যেতে কিংবা বাইরে রাত কাটাতে স্বচ্ছন্দ বোধ করেন না। কারণ তিনি রক্ষণশীল পরিবার থেকে এসেছেন। যদিও পরে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলেন বলে জানান প্রিয়াঙ্কা।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি ‘দেশি গার্ল’কে স্পাই থ্রিলার ঘরানার ‘সিটাডেল’এ দেখা গিয়েছে। এছাড়াও তাঁর হাতে ‘জি লে জারা’ রয়েছে। এই সিনেমায় প্রিয়াঙ্কার সঙ্গেই অভিনয় করতে দেখা যাবে আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥