• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিদেশে থেকেও ভোলেননি ভারতীয় সংস্কৃতি! দেশে ফিরেই সিদ্ধিবিনায়ক মন্দিরে প্রীতিজিন্টা, রইল ভিডিও

Updated on:

Bollywood actress Preity Zinta goes to Siddhivinayak Temple

বলিউডের নামী অভিনেত্রী (Bollywood actress) প্রীতি জিন্টা (Preity Zinta) বেশ কয়েক বছর হয়ে গেল বড়পর্দা থেকে দূরে রয়েছেন। তাঁকে বেশ মিস করেন অনুরাগীরা। তবে সিনেমা না করলেও সোশ্যাল মিডিয়ায় কিন্ত বেশ সক্রিয় থাকেন অভিনেত্রী। মাঝেমধ্যেই নানান ছবি, ভিডিও শেয়ার করেন তিনি। সম্প্রতি যেমন দেশে ফিরেই মুম্বইয়ের জাগ্রত সিদ্ধিবিনায়ক মন্দিরে (Siddhivinayak Temple) পুজো দিতে যাওয়ার ভিডিও শেয়ার করেছেন প্রীতি। যা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা।

বি টাউনের ‘ডিম্পল গার্ল’ প্রীতি এখন বিদেশিনী। জিন গুড এনাফকে বিয়ের পর থেকে সেখানেই থাকেন তিনি। সম্প্রতি অবশ্য দেশে ফিরেছেন তিনি। আর ভারতে পা রেখে প্রথমেই সিদ্ধিবিনায়ক মন্দিরে চলে যান বলি সুন্দরী।

Preity Zinta

মুম্বইয়ে এসে প্রথমে মন্দিরে গিয়ে দেবতার দর্শন ও পুজো করেন প্রীতি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন ‘কাল হো না হো’ অভিনেত্রী। ঈশ্বরের প্রতি ভক্তি এবং বিদেশে থেকেও ভারতীয় সংস্কৃতি না ভোলায় প্রীতিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকরা।

সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দেওয়ার ভিডিও শেয়ার করে প্রীতি ক্যাপশনে লিখেছেন, ‘মুম্বইয়ে ফিরলাম… সিদ্ধিবিনায়ক মন্দিরে ফিরলাম। দারুণ! ওখানে আরতিতে যোগ দিতে পেরে দারুণ লাগছে। বিমানে আসার সব ক্লান্তি যেন এক মুহূর্তে দূরে চলে গিয়েছে। আমাদের এত সুন্দর করে দর্শনের সুযোগ করে দেওয়ার জন্য মন্দিরের সকলকে ধন্যবাদ জানাই। মন এবং আত্মা- দুইই শান্তি পেল’।

Preity Zinta at Siddhi Vinayak Temple

প্রীতির শেয়ার করা ভিডিওয় তাঁকে সাদা এবং লাল রঙের একটি চুড়িদারে দেখা যাচ্ছে। অভিনেত্রীর মাথায় ওড়না দিয়ে ঘোমটা দেওয়া এবং হাতে রয়েছে পুজোর থালা। প্রীতির সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Preity G Zinta (@realpz)

প্রসঙ্গত, বি টাউনের ‘ডিম্পল গার্ল’ ২০১৬ সালে দীর্ঘদিনের প্রেমিক জি গুড এনাফের সঙ্গে সাত পাক ঘোরেন। গত বছর অর্থাৎ ২০২১ সালে সারোগেসির মাধ্যমে তাঁদের দুই যমজ সন্তানের জন্ম হয়। এক ছেলে এবং এক মেয়ে হয়েছে প্রীতি ও জিনের। ছেলের নাম জয় এবং মেয়ের নাম জিয়া রেখেছেন বলি সুন্দরী। মাঝেমধ্যেই সন্তানদের সঙ্গে কাটানো নানান মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন প্রীতি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥