• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাগদানের আগেই পাস্টিক সার্জারি করেন পরিণীতি! বিয়ের আগেই বোমা ফাটালেন হবু স্বামী

Published on:

Bollywood actress Pareeniti Chopra did Nose Job before engagement revealed by Husband Raghab Chadda

চলতি মাসে এনগেজমেন্ট সেরেছেন বলিউডের (Bollywood) নামী অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং রাঘব চাড্ডা (Raghav Chadha)। অভিনেত্রীর হবু স্বামী পেশায় রাজনীতিবিদ। গত ১৩ মে দিল্লির কাপুরতলা হাউসে রাজকীয়ভাবে আয়োজিত হয়েছিল তাঁদের এনগেজমেন্ট অনুষ্ঠান। দুই পরিবার এবং কাছের মানুষদের সাক্ষী রেখে আংটি বদল (Engagement) অনুষ্ঠান সম্পন্ন করেন রাঘব-পরিণীতি।

বিদেশ থেকে এসেছিলেন পরিণীতির ‘মিমি দিদি’ তথা প্রিয়াঙ্কা। যদিও জামাইবাবু এবং ছোট্ট বোনঝি আসতে পারেনি। এছাড়াও উপস্থিত হয়েছিলেন বলিউড এবং রাজনীতির দুনিয়ার একাধিক খ্যাতনামা ব্যক্তিত্বরা। রাঘব-পরিণীতির জীবনের এই বিশেষ অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে পৌঁছেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও।

Raghav Chadha Parineeti Chopra Engagement, Raghav Chadha Parineeti Chopra

ধুমধাম করে বাগদান সারার পর বিয়ের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন রাঘব-পরিণীতি। শোনা যাচ্ছে, চলতি বছরের শেষের দিকেই গাঁটছড়া বাঁধবেন তাঁরা। ইতিমধ্যেই বিয়ের ভেন্যুর খোঁজও শুরু করে দিয়েছেন তাঁরা। তবে এসবের মাঝেই রাঘব সম্বন্ধিত একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

জানা গিয়েছে, পরিণীতির সঙ্গে এনগেজমেন্ট করার আগে নিজের শরীরের একটি অঙ্গে ছুরিকাঁচি চালিয়েছেন তিনি। সম্প্রতি কথার ছলে রাঘব বলে ফেলেন, বাগদানের আগে তিনি নিজের ‘নোজ জব’ (Nose Job) করেছেন। অর্থাৎ অপারেশনের মাধ্যমে নিজের নাকের আকার পরিবর্তন করেছেন।

Parineeti Chopra and Raghav Chadha, Raghav Chadha nose job

হবু বর একথা ফাঁস করে দিক তা হয়তো কিছুতেই চাননি পরিণীতি। রাঘবের মুখ থেকে একথা শুনেই বেশ অস্বস্তিতে পড়ে যান তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় রাঘবকে বলতে শোনা যাচ্ছে, ‘ছোট নোজ জব করিয়েছিলাম আমি। কারণ আমার নাকটা মায়ের মতো ছিল। বাবার মতো যাতে হয় সেই জন্য অল্প কাঁচি চালাতে হয়েছিল আমায়’।

রাঘব সব ‘গোপন’ কথা ‘ফাঁস’ করে দিচ্ছেন দেখে তাঁকে মাঝপথেই থামিয়ে দেন ‘ইশকজাদে’ নায়িকা। হবু স্বামীকে মনে করিয়ে দেন, তাঁর সব কথা কিন্তু ক্যামেরায় রেকর্ড করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন নেটিজেনরা। কেউ কেউ প্রশ্ন তুলছেন, বাহ্যিক সৌন্দর্য কি এতটা গুরুত্বপূর্ণ যে রাঘবকে নিজের চেহারা পরিবর্তন করতে হল? তারকাজুটি অবশ্য এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥