• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সাত পাকে বাঁধা পড়ছেন রাঘব-পরিণীতি! রইল বিয়ের দিনক্ষণ, ভেন্যু থেকে হাইপ্রোফাইল অতিথি তালিকা

Published on:

Bollywood actress Parineeti Chopra and Raghav Chadha to get married in Udaipur

বলিউডে (Bollywood) ফের বিয়ের সানাই। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা শেষে সাত পাকে বাঁধা পড়বেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং রাঘব চাড্ডা (Raghav Chadha)। বেশ কয়েকবছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে গাঁটছড়া বাঁধছে এই তারকাজুটি। আপাতত রাজকীয় সেই বিয়ের (Marriage) প্রস্তুতি চলছে। চোপড়া এবং চাড্ডা পরিবারের ব্যস্ততা এখন তুঙ্গে।

চলতি বছরই আংটি বদল সেরেছেন রাঘব-পরিণীতি। তখনই জানা গিয়েছিল, বিয়েতে খুব বেশি দেরি করতে চাইছেন না দুই তারকা। সেই খবরই সত্যি হল। আগস্ট মাসের শেষেই ফাঁস হয়ে যায় বিয়ের দিনক্ষণ। জানা যায়, আগামী ২৩ এবং ২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে (Udaipur) বসবে এই গ্র্যান্ড বিয়ের আসর।

Raghav Chadha Parineeti Chopra Engagement, Raghav Chadha Parineeti Chopra marriage

সূত্রের খবর, ইতিমধ্যেই উদয়পুরের ওবেরয় উদয়ভিলাস এবং লীলা প্যালেস বুক করে ফেলেছেন রাঘব-পরিণীতি। ৫০ ভিভিআইপি অতিথি সহ মোট ২০০ জন অতিথির ব্যবস্থা করা হয়েছে সেখানে। সেই সঙ্গেই এই সেলেবজুটির বিয়ের অতিথি তালিকাও ফাঁস হয়ে গিয়েছে।

বিশেষ অতিথি হিসেবে রাঘব-পরিণীতির বিয়েতে উপস্থিত থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এছাড়া বোনের বিয়ে উপলক্ষ্যে বিদেশ থেকে আসবেন প্রিয়াঙ্কা চোপড়াও। শ্যালিকার আংটি বদল অনুষ্ঠান মিস করলেও বিয়েতে নিক জোনাস থাকবেন বলে খবর। বাবা-মার সঙ্গে মাসির বিয়েতে দেখা যাবে ছোট্ট মালতী মেরিকেও। রাঘব-পরিণীতির বিয়ে উপলক্ষ্যে গোটা জায়গার নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হবে বলে খবর। অনুষ্ঠানে প্রত্যেক অতিথিকে কিছু নিয়ম মেনে ঢুকতে হবে, সেই সঙ্গেই হোটেলের তরফ থেকেও কিছু বিধি-নিষেধ লাগু করা হতে পারে বলে জানা গিয়েছে।

Raghav Chadha Parineeti Chopra, Raghav Chadha Parineeti Chopra marriage

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আগামী ২৩ তারিখ আয়োজিত হবে রাঘব-পরিণীতির সঙ্গীত, গায়ে হলুদ এবং মেহেন্দি অনুষ্ঠান। এরপর ২৪ তারিখ গাঁটছড়া বাঁধবেন দু’জনে। বিয়ের পর হরিয়ানায় একটি বর্ণাঢ্য রিসেপশনের আয়োজন করবে চোপড়া এবং চাড্ডা পরিবার। তবে শুধু হরিয়ানাই নয়, শোনা গিয়েছে, আরও দু’টি রিসেপশনের আয়োজন করা হবে। এর মধ্যে একটি গুরুগ্রাম এবং আর একটি হয়তো মুম্বইয়ে করা হতে পারে বলে খবর মিলেছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥