• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিপাড়ায় বিয়ের সানাই, বাগদান সারলেন পরিণীতি-রাঘব, নবদম্পতিকে শুভেচ্ছা নেটিজেনদের

Published on:

Parineti Chopra Raghav Chadha engagement done netigens congratulate

বলিউড অভিনেত্রী (Bollywood Actress) পরিণীতি চোপড়ার (Parineeti Chopra) হাত ধরে আবারো মিলেমিশে একাকার রাজনীতি আর বিনোদন জগৎ। সেই মার্চ মাস থেকে চলতে থাকা জল্পনায় সিলমোহর দিয়ে অবশেষে শনিবারই আপ নেতা তার রাঘব চাড্ডার (Raghav Chadda) সাথে আংটি বদল (Engagement) সেরেছেন পরী। ইতিমধ্যেই তাঁদের সেই বাগদানের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আপাতত আংটি বদল হলেও এখনও পর্যন্ত  বিয়ের দিনক্ষণ পাকা হয়নি রাঘব-পরিণীতির। জীবনের এই বিশেষ দিনে পরিণীতি পরেছিলেন বলিউডের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার ডিজাইন করা ঐতিহ্যবাহী একটি পোশাক। খুবই সাদামাটা সাজে পরিণীতি পরেছিলেন সাদা রঙের এই পোশাক।যাতে ছিল মুক্তোর কাজ।  এছাড়া ছিল হালকা ন্যুড মেকআপ আর কপালে একটি মুক্তোর টিকলি সাথে ম্যাচিং কানের দুল। যা তাঁর সৌন্দর্য্যকে এক আলাদা মাত্রা দিয়েছিল।

বলিউড অভিনেত্রী,Bollywood Actress,পরিণীতি চোপড়া,Parineeti Chopra,আপ নেতা,Ap Leader,রাঘব চাড্ডা,Raghav Chadda,আংটি বদল,Engagement,প্রিয়াঙ্কা চোপড়া,Priyanka Chopra

এ দিন রাঘব পরেছিলেন তাঁর কাকা পবন সচদেবের ডিজাইন করা একটি আচকান। প্রিয়াঙ্কা রাঘবের বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৫০ জন অতিথি। তাঁদের  এই তারকা খচিত বাগদানের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং আদিত্য ঠাকরে। তবে এদিনের এই অনুষ্ঠানের মূল আকর্ষণ কিন্তু ছিলেন পরিণীতির  তুতো দিদি তথা বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)।

বোনের বিয়েতে যোগ দিতে সকাল থেকেই তিনি হাজির হয়েছিলেন দিল্লিতে। সম্পূর্ণ পাঞ্জাবি রীতি মেনেই বাগদান পর্ব সেরেছেন পরিণীতি রাঘব। এদিন বোনের আংটি বদল অনুষ্ঠানে প্রিয়াঙ্কার পরনে ছিল নিয়ন কালারের স্ট্র্যাপলেস পোশাক।

বলিউড অভিনেত্রী,Bollywood Actress,পরিণীতি চোপড়া,Parineeti Chopra,আপ নেতা,Ap Leader,রাঘব চাড্ডা,Raghav Chadda,আংটি বদল,Engagement,প্রিয়াঙ্কা চোপড়া,Priyanka Chopra

এদিন বোনের আংটি বদলের একগুচ্ছ ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে প্রিয়াঙ্কা লিখেছিলেন ‘অভিনন্দন তিশা ও রাঘব। তোমাদের বিয়ের অপেক্ষায় রয়েছি! তোমাদের এবং পরিবার উভয়ের জন্যই খুব খুশি। অনেকদিন পর পরিবারের সকলের সঙ্গে দেখা হয়ে খুব মজা হল’।

বলিউড অভিনেত্রী,Bollywood Actress,পরিণীতি চোপড়া,Parineeti Chopra,আপ নেতা,Ap Leader,রাঘব চাড্ডা,Raghav Chadda,আংটি বদল,Engagement,প্রিয়াঙ্কা চোপড়া,Priyanka Chopra

অন্যদিকে কোনো রাখঢাক না রেখেই অবশেষে নিজের আংটি বদলের ছবি করে নিয়েছেন খোদ অভিনেত্রী পরিণীতি চোপড়াও। শনিবার রাতেই রাঘবের সাথে আংটি বদলের ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘আমি যা কিছু চেয়েছি। আমি হ্যাঁ বলেছি।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥