• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৫০ বছরেও ফুটন্ত যৌবন! জলে ভেজা শরীরে মালাইকাকে দেখে ঘুম উড়ল নেটিজেনদের

Published on:

Malaika Arora Pool side wet Photoshoot Video steals heart

বলিউড (Bollywood) অভিনেত্রী মালাইকা অরোরা (Malaika Arora) বারবার প্রমাণ করেছেন যে বয়স কেবলমাত্র একটা সংখ্যা। সলমন খানের প্রাক্তন বৌদি শীঘ্রই ৫০’এ পা দেবেন। কিন্তু তাঁকে দেখে সেকথা বোঝা দায়। এখনও নিজের শরীরী বিভঙ্গের মাধ্যমে পুরুষ হৃদয়ে ঝড় তুলতে পারেন তিনি। সম্প্রতি যেমন অভিনেত্রীর একটি ভিডিও (Video) দেখে ঘাম ছুটেছে নেটিজেনদের।

মালাইকা এমন একজন ব্যক্তিত্ব যিনি নিজের কর্মজীবনের থেকে বেশি ব্যক্তিগত জীবনের সৌজন্যে চর্চার কেন্দ্রে উঠে এসেছেন। কেরিয়ার শুরু হতে না হতেই বিয়ে, এরপর বিচ্ছেদ। এখন বয়সে বেশ ছোট অর্জুন কাপুরের সঙ্গে প্রেম। সব মিলিয়ে মালাইকার ব্যক্তিগত জীবন বরাবরই লাইমলাইটে থেকেছে। আবার শোনা যাচ্ছে, শীঘ্রই নাকি দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি।

Arjun Kapoor and Malaika Arora, Arjun Kapoor and Malaika Arora marriage, Arjun Kapoor and Malaika Arora wedding

বলিউড অভিনেতা অর্জুনের সঙ্গে তিনি যে বেশ সুখে আছেন তা বহুবার বলেছেন মালাইকা। অভিনেত্রীর চোখে-মুখেও সেই খুশির ছাপ স্পষ্ট পরিলক্ষিত হয়। সম্প্রতি যেমন মালাইকার নতুন ফটোশ্যুটেও তাঁর সেই খুশির ঝলক দেখতে পাওয়া গিয়েছে।

মালাইকা সম্প্রতি বলিউডের সেলিব্রিটি ফটোগ্রাফার ডাব্বু রতনানির সঙ্গে শ্যুট করেছেন। সুইমিং পুলে একেবারে হট অবতারে ধরা দিয়েছিলেন তিনি। সেই ভিডিওই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ডাব্বু। বলাই বাহুল্য, ‘ছাইয়া ছাইয়া গার্ল’র সেই ভিডিও ঝড় তুলেছে নেটপাড়ায়।

Malaika Arora, Malaika Arora bold

ডাব্বুর শেয়ার করা ভিডিওয় দেখা যাচ্ছে, মালাইকার পরনে রয়েছে ধূসর রঙের একটি মেটালিক আউটফিট। খোলা চুল এবং হালকা মেক আপে নিজের সাজ সম্পূর্ণ করেছেন অভিনেত্রী। এরপর সেই পোশাক পরেই ভেজা শরীরে নানান রকম অঙ্গভঙ্গি করতে দেখা যায় তাঁকে। মালাইকার এই হট অবতার দেখে অনেক অনুরাগীর মনেই ঝড় উঠেছে।


ডাব্বুর পোস্টের কমেন্ট সেকশন খুললেই দেখা যাবে, নেটিজেনদের একাংশ মালাইকাকে তাঁর রূপের জন্য প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। আবার অনেকে, কটাক্ষও করেছেন নায়িকাকে। একজন যেমন লিখেছেন, ‘ওহ কাকিমা, ডুব দিয়ে নাও!’। দ্বিতীয় জন আবার লিখেছেন, ‘কে বলবে এনার আমায় বয়সী ছেলে রয়েছে আর আমি ওনাকে নিজের জন্য দেখে যাচ্ছি’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥