দীর্ঘদিন অভিনয় জগত থেকে দূরে থাকার পর কিছুদিন আগেই ওটিটি প্লাটফর্মের হাত ধরে অভিনয়ে ফিরেছেন বলিউডের ধক ধক গার্ল মাধুরী দিক্ষিত (Madhuri Dixit)। নেটফ্লিক্সে সদ্য মুক্তি প্রাপ্ত তাঁর ওয়েব সিরিজ ‘ফেমগেম’ (Fame Game) মুক্তির পর থেকে ভালোই প্রশংসা পেয়েছে ফিল্ম সমালোচকদেরও। যা দেখে একথা বলাই যায় ফেমগেম দিয়ে দারুন কামব্যাকের পর আবারও বিটাউনে জাঁকিয়ে বসতে চলেছেন বলিউডের এই এভারগ্রীন বিউটি।
সূত্রের খবর ইদানীং বেশ কয়েকটি সিনেমার চিত্রনাট্য রয়েছে অভিনেত্রীর হাতে। এছাড়া বিগত কয়েক বছর ধরেই ভারতীয় টেলিভিশনের জন বেশ কিছু জনপ্রিয় রিয়ালিটি শো-এর বিচারকের আসন আলোকিত করে চলেছেন অভিনেত্রী। তাই সব মিলিয়ে মায়া নগরী মুম্বাই য়ের বুকেই এবার পাকাপাকিভাবে স্বামী সন্তান নিয়ে সংসার পাততে চলেছেন মাধুরী।
এমনিতে আজকাল বলিউডের একাধিক সেলিব্রেটিদেরই ভাড়া বাড়িতে থাকতে দেখা যায়। তারকাদের ভাড়া বাড়ি থাকার চল বহুদিনের। জ্যাকলিন ফার্ণান্ডেজ থেকে শুরু করে কৃতি স্যানন, কিংবা বলিউডের নববিবাহিত দম্পতি ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ তালিকাটা বেশ লম্বা। এবার এই তালিকায় যুক্ত হতে চলেছে আরও এক জনপ্রিয় বলিউড সেলিব্রেটির নাম। তিনি হলেন স্বয়ং মাধুরী দিক্ষিত নেনে।
তবে অনান্য বলি তারকাদের বাড়ির ভাড়ার তুলনায় মাধুরী দীক্ষিতের বাড়ি ভাড়ার টাকার অঙ্কের পরিমাণটা নেহাত কম তো নয়ই বরং আকাশ ছোঁয়া। জানা যাচ্ছে এই ফ্ল্যাটের (Flat) ভাড়া বাবদ প্রতি মাসে ১২.৫ লাখ টাকা দিতে হবে অভিনেত্রী কে। যা কার্যত সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। কারণ দেখতে গেলে এই বিরাট অঙ্কের টাকায় বিদেশ ভ্রমণ থেকে শুরু করে হয়ে যেতে পারে একটি আস্ত গাড়িগাড়ি সহ না জানি আরও কত কিছু।
মুম্বাইয়ের ওরলিতে অবস্থিত এই বহুতলের ২৯ তলায় একটি সম্পূর্ণ ফ্ল্যাট নিয়েছেন বলিউডের স্বপ্ন সুন্দরী। বর্তমানে যার কাজ প্রায় শেষের পথে। মনের মতো করেই সেই ঘর সাজাচ্ছেন মাধুরী। ইতিমধ্যেই ফ্লাটের ইন্টিরিয়র ডিজাইনার ফ্ল্যাটের সেই ছবি শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এরফলে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল মাধুরীর নতুন ফ্লাটের অন্দরমহলের ছবি।
View this post on Instagram