• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সৎ হলেও মা তো! স্বামীর বিয়ের আগের সন্তানদের মাতৃস্নেহে আগলে রেখেছেন এই ৭ অভিনেত্রী

Published on:

Bollywood actress loves step childs like own

বলিউডে এমন বহু নায়িকা (Bollywood actresses) রয়েছেন যারা বিবাহিত পুরুষদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। তাঁদের দ্বিতীয় স্ত্রী হয়েই সুখে জীবন কাটাচ্ছেন বহু বলি সুন্দরী। তবে শুধু এটুকুই নয়, স্বামীর মতোই তাঁর প্রথম পক্ষের সন্তানদেরও প্রচণ্ড ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন তাঁরা। আজ বলিপাড়ার এমনই কয়েকজন অভিনেত্রীর নাম একটু জেনে নেওয়া যাক, যারা নিজের সৎ সন্তানদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন।

Salman Khan with Helen

হেলেন (Helen)- বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী ১৯৮১ সালে বিবাহিত এবং চার সন্তানের পিতা সেলিম খানের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছিলেন। তবে বিয়ের পর স্বামীর প্রথম পক্ষের সন্তানদের দূরে সরিয়ে দেননি। বরং সলমন, আরবাজদের ভালোবেসে আরও কাছে টেনে নিয়েছেন তিনি।

hema malin Sunny Deol Bobby Deol

হেমা মালিনী (Hema Malini)- বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী ১৯৮০ সালে বিবাহিত ধর্মেন্দ্রর সঙ্গে সাত পাক ঘুরেছিলেন। বিয়ের পর স্বামীর সম্পূর্ণ সংসারের সঙ্গে তাঁর প্রথম পক্ষের সন্তানদেরও আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন তিনি। তাই সৎ ছেলে হলেও সানি দেওল এবং ববির সঙ্গে বলি সুন্দরীর সম্পর্ক বেশ ভালো।

Shabana Azmi with Farhan and Zoya

শাবানা আজমি (Shabana Azmi)- ১৯৮৪ সালে বিবাহিত জাভেদ আখতারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী শাবানা আজমি। বিয়ের পর জাভেদের প্রথম পক্ষের সন্তানদের ভালোবাসার সঙ্গে কাছে টেনে নিয়েছিলেন বলি অভিনেত্রী এবং নিজের সন্তানের মতোই ভালোবাসাও দিয়েছিলেন।

Supriya Pathak with Shahid Kapoor

সুপ্রিয়া পাঠক (Supriya Pathak)- বলিউডের নামী অভিনেত্রী সুপ্রিয়া পাঠকের নামও এই তালিকায় রয়েছে। ১৯৮৮ সালে অভিনেতা পঙ্কজ কাপুরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। বিয়ের পর সৎ ছেলে শাহিদ কাপুরকে নিজের সন্তানের মতোই ভালোবাসা দিয়েছিলেন সুপ্রিয়া। সেই কারণে এখনও কাপুর পরিবারের কোনও অনুষ্ঠানে একসঙ্গে মজা করতে দেখা যায় সকলকে।

Manyata Dutt with Trishala Dutt

মান্যতা দত্ত (Manyata Dutt)- ২০০৮ সালে বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত তৃতীয় বিয়ে করেছিলেন। পাত্রী ছিলেন মান্যতা। বিয়ের পর সঞ্জয়ের মেয়ে ত্রিশলার সঙ্গে মান্যতার দারুণ সম্পর্ক গড়ে উঠেছিলেন। দু’জনের বন্ডিংও বেশ স্ট্রং।

Kareena Kapoor Khan with Sara and Ibrahim

করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)- অমৃতা সিংয়ের সঙ্গে ডিভোর্স হওয়ার পর করিনা কাপুরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেতা সইফ আলি খান। বিয়ের পর স্বামীর প্রথম পক্ষের দুই সন্তান সারা আলি খান এবং ইব্রাহিম আলি খানকে সাদরে নিজেদের জীবনে স্বাগত জানিয়েছেন অভিনেত্রী। সারা-ইব্রাহিমের সঙ্গে বেবোর সম্পর্ক বেশ ভালো। প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে এক ফ্রেমে দেখা যায় তাঁদের।

Dia Mirza with her step daughter

দিয়া মির্জা (Dia Mirza)- ২০২১ সালে বৈভব রেখির সঙ্গে দ্বিতীয় বিয়ে সেরেছেন অভিনেত্রী দিয়া মির্জা। তাঁদের একটি ফুটফুটে ছেলেও রয়েছে। তবে তাই বলে বৈভবের প্রথম পক্ষের মেয়েকে কিন্তু দূরে সরিয়ে দেননি অভিনেত্রী। বরং নিজের মায়ের মতো ভালোবাসা দিয়ে আরও কাছে টেনে নিয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥