• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বন্ধুদের সামনে নিলাম করেছিল প্রাক্তন স্বামী! তার সাথেই আবারও ‘ডিনার ডেটে’ করিশ্মা

Updated on:

Bollywood actress Karishma Kapoor spotted on a dinner outing with ex-husband Sunjay Kapur

অজয় দেবগণ কিংবা অভিষেক বচ্চন, বলিউড (Bollywood) ডিভা করিশ্মা কাপুর (Karishma Kapoor) আজ দু’জনের মধ্যে যে কোনও একজনের স্ত্রী হতেই পারতেন। কিন্তু তিনি শেষ পর্যন্ত জীবনসঙ্গী হিসেবে বেছে নেন নামী শিল্পপতি সঞ্জয় কাপুরকে (Sunjay Kapur)। কেরিয়ারের শীর্ষে থাকাকালীন ২০০৩ সালে গাঁটছড়া বাঁধেন তাঁরা। বিয়ের কয়েক বছরের মধ্যেই নায়িকার কোল আলো করে আসে দুই সন্তান।

বিয়ের পর পর সব ঠিকই চলছিল। কিন্তু আচমকাই ছন্দপতন হয়। এক দশকেরও বেশি সময় একসঙ্গে সংসার করার পর ২০১৪ সালে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন সঞ্জয় এবং করিশ্মা। এরপর থেকে একা হাতেই সন্তানদের মানুষ করছেন তিনি। তবে বিয়ে ভাঙার এত বছর পর ফের একসঙ্গে ক্যামেরাবন্দি হন সঞ্জয়-করিশ্মা। সম্প্রতি মুম্বইয়ের ছবিশিকারিদের ক্যামেরায় প্রাক্তন স্বামীর সঙ্গে ধরা দেন অভিনেত্রী।

Karishma Kapoor, Karishma Kapoor husband, Karishma Kapoor and Sanjay Kapoor

সঞ্জয়ের সঙ্গে বিয়ে ভাঙার পর করিশ্মা প্রাক্তন স্বামীর একাধিক ‘কুকীর্তি’ সকলের সামনে ফাঁস করেছিলেন। অভিনেত্রী এও বলেন, তাঁদের হানিমুনের সময় সঞ্জয় তাঁর বন্ধুদের সামনে তাঁর ‘রেট’ পর্যন্ত তুলেছিলেন। তাই স্বাভাবিকভাবেই সেই স্বামীর সঙ্গেই ফের করিশ্মাকে ক্যামেরাবন্দি হতে দেখে বেশ হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা।

মুম্বইয়ের এক নামী পাপারাৎজি করিশ্মা এবং সঞ্জয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, মায়ানগরীর এক নামী রেস্তোরাঁ থেকে বেরোচ্ছেন দু’জনে। অভিনেত্রীর পরনে রয়েছে একটি ফ্লোরাল ড্রেস। অপরদিকে তাঁর প্রাক্তন স্বামীর পরনে ছিল পুরোদস্তুর ফর্মাল পোশাক।

Karishma Kapoor, Karishma Kapoor husband, Karishma Kapoor and Sanjay Kapoor

ভাইরাল হওয়া সেই ভিডিওয় দেখা যাচ্ছে, প্রথমে রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসছেন করিশ্মা। কিন্তু এরপরেই দেখা যায়, প্রাক্তন স্ত্রীর পিছুপিছু হাসি মুখে বেরোচ্ছেন সঞ্জয়ও। পাপারাৎজিদের দেখে স্মিত হাসিও হাসেন করিশ্মার প্রাক্তন স্বামী। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় গসিপের ‘হট টপিক’ হয়ে গিয়েছে এই ভিডিও।

 

View this post on Instagram

 

A post shared by Koimoi.com (@koimoi)


প্রাক্তনের সঙ্গে ডিনারে গিয়ে নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে পড়েছেন সঞ্জয়-করিশ্মা। একজন নেটিজেন যেমন লিখেছেন, ‘খুব সুন্দর একটা ট্রেন্ড শুরু হয়েছে। বিয়ে করো, বৌ বানাও, এরপর ডিভোর্স দিয়ে বন্ধু হয়ে যাও। জঘন্য লোকেরা তো জঘন্য জিনিসই করবে!’ আর একজনের আবার কটাক্ষ, ‘ডিভোর্স হলে এনাদের মতো হোক, আর না হলে না হোক!’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥