বলিউডে গসিপ ও চর্চার অন্ত নেই। বিভিন্ন অভিনেতা থেকে শুরু করে অভিনেত্রীদের সম্পর্ক থেকে তাদের ব্যক্তিগত জীবনে নিয়ে নানান কাহিনী, গুজব বি-টাউনে কান পাতলেই শোনা যায়। এমন কিছু শোনা যায় যেখানে অভিনেতা অভিনেত্রীরা একেঅপরকে সহ্য করতে পারতেন না। যেমন ধরুন সালমান খান শাহরুখ খানের লড়াই হোক বা প্রিয়াঙ্কা চোপড়া আর কারিনা কাপুরের। বর্তমানে এই ধরণেরই দুই অভিনেত্রীর কাহিনী ভাইরাল হচ্ছে। এই দুই অভিনেত্রী আর কেউ না, এরা হলেন করিশ্মা কাপুর ও রাবিনা টন্ডন। দুজনে নাকি একেঅপরকে একেবারেই সহ্য করতে পারতেন না একসময়।
করণ জোহরের ‘কফি উইথ করণ’ শোতে ফারহা খান দুই অভিনেত্রী করিশ্মা কাপুর (Karishma Kapoor) ও রাবিনার টন্ডন (Raveena Tandon) লড়াইয়ের গল্প শুনিয়েছিলেন। তিনি বলেন ইন্ডাস্ট্রিতে এমন অনেক সেলিব্রিটি রয়েছেন যারা হয়তো একসাথে কাজ করেছেন। তবে তাদের মধ্যেকার সম্পর্ক যে সর্বদা ভালো ছিল তা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে এমন হয়েছে যেখানে হয়তো দুই অভিনেতা বা অভিনেত্রীর সম্পর্ক মোটেও ভালো নয়। কিন্তু তাদের ছবি দারুন সাফল্য পেয়েছে। এই ধরণেরই একটি সম্পর্ক হল করিশ্মা কাপুর ও রাবিনা টন্ডনের সম্পর্ক।
এই দুই অভিনেত্রীর মধ্যে যে মনকষাকষি ছিল তা সকলেরই জানা ছিল। তবে দুজনের মধ্যে সম্পর্ক যে কতটা খারাপ ছিল সেটা ফারাহ খানই করণ জোহরের শোতে প্রকাশ্যে এনেছিলেন।
ফারাহ বলেন, কোনো এক ছবির গানের জন্য শুটিং চলছিল। সেখানে করিশ্মা ও রাবিনা এই দুই অভিনেত্রীকে নিয়ে ছিল শুটিং। কিন্তু হটাৎই দুই অভিনেত্রীর মধ্যে ঝগড়া বেঁধে যায়। ঝগড়া একসময় লড়াইয়ের পর্যায়ে পৌঁছে যায় ও একেঅপরকে নিজেদের চুল বা উইগ দিয়ে মারতে শুরু করেন।
আসলে দুজনের মধ্যে কিছু একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। যেটা পরে এই ধরণের লড়াইয়ে পৌঁছে যায়। দুজনেই একদম বাচ্চাদের মত একেঅপরের চুল পর্যন্ত ধরে টানাটানি শুরু করে দিয়েছিলেন শুটিং এর সেটেই।
তবে দুজনের মধ্যে মন কষাকষির আরো উদাহরণ রয়েছে। আন্দাজ আপনা আপনা ছবিতে করিশ্মা ও রাবিনা একত্রে কাজ করেছিলেন। কিন্তু অবাক করার মত বিষয় হল দুজনের কেউই একেঅপরের সাথে কথা পর্যন্ত বলতেন না। এমনকি ছবির প্রচারের সময়ও একসাথে দেখা যায়নি দুই অভিনেত্রীকে।