• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ক্লাস নাইনে প্রেগন্যান্ট থেকে গোপন MMS ফাঁস! রইল করিনা কাপুরের কেচ্ছাময় জীবনের ৬ অজানা কেচ্ছা

Published on:

Bollywood actress Kareena Kapoor Khan’s biggest controversies

বলিউডের চর্চিত ব্যক্তিদের নামের তালিকা যদি প্রস্তুত করা হয় তাহলে সেখানে নিঃসন্দেহে নাম থাকলে সম্ভ্রান্ত কাপুর পরিবারের মেয়ে করিনা কাপুরের (Kareena Kapoor Khan)। নিজের জীবনে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তিনি। কখনও নিজের কর্মজীবনের কারণে, আবার কখনও নিজের ব্যক্তিগত জীবনের সৌজন্যে। আজকের প্রতিবেদনে এই চর্চিত অভিনেত্রীর জীবনেরই এমন ৬ অজানা কেচ্ছা (Controversy) তুলে ধরা হল যা হয়তো অনেকেই জানেন না।

ঋত্বিকের সঙ্গে প্রেম (Affair with Hrithik Roshan)- বিবাহিত ঋত্বিকের সঙ্গে করিনার প্রেমের সংবাদে একসময় মুখর থাকতো সংবাদমাধ্যমগুলি। শোনা যায়, ‘কুছ কুছ হোতা হ্যায়’র সেট থেকেই দুই তারকার ঘনিষ্ঠতার সূত্রপাত। যদিও করিনা এবং ঋত্বিক দু’জনেই দাবি করতেন তাঁরা স্রেফ বন্ধু। কিন্তু ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে এখনও তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যায়।

Kareena Kapoor Khan Hrithik Roshan

শাহিদ কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফাঁস (Shahid Kapoor Kareena Kapoor private pictures)- রণধীর কাপুরের কন্যা যে একসময় শাহিদের সঙ্গে প্রেম করতেন তা কারোর অজানা নয়। একসঙ্গে বহু ছবিতে কাজ করেছেন দু’জনে। এমনই একটি সিনেমা হল ‘জব উই মেট’। এই ছবির সেট থেকেই শাহিদ এবং করিনার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফাঁস হয়ে গিয়েছিল। যা নিয়ে তুমুল চর্চা হয়েছিল সেই সময়।

Kareena Kapoor Khan and Shahid Kapoor in Jab We Met

ক্লাস নাইনে প্রেগন্যান্ট হয়ে যাওয়া (Pregnancy scandal)- করিনার জীবনের অন্যতম বড় কেচ্ছা এটি। শোনা যায়, ক্লাস নাইনে পড়াকালীনই নাকি গর্ভবতী হয়ে পড়েছিলেন বেবো। যা নিয়ে পরবর্তীকালে প্রচুর জলঘোলা হয়েছিল।

Kareena Kapoor Khan young

সইফ আলি খানকে বিয়ে (Marriage with Saif Ali Khan)- ডিভোর্সি এবং দুই সন্তানের পিতা সইফ আলি খানের সঙ্গে যখন করিনা সাত পাক ঘোরার সিদ্ধান্ত নেন তখন তুমুল বিতর্ক হয়েছিল। অনেকে এও বলেন, একজন ডিভোর্সিকে বিয়ে করলে করিনার কেরিয়ার শেষ হয়ে যাবে। যদিও নিন্দুকদের মুখে ঝামা ঘষে এখন চুটিয়ে সংসার করছেন ‘সইফিনা’।

Saif Ali Khan and Kareena Kapoor Khan

গোপন MMS বিতর্ক (MMS Scandal)- করিনা কাপুর অভিনীত ‘হিরোইন’ ছবিটির কথা এখনও দর্শকদের নিশ্চয়ই মনে আছে। এই ছবিতে অভিনেত্রীর বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য ছিল। যা পরবর্তীকালে ভিডিওর আকারে ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেখান থেকেই শুরু MMS বিতর্ক। যদিও বেবো কোনোদিন এই বিষয়ে মন্তব্য করেননি।

Kareena Kapoor Khan in Heroine

তৈমুরের নাম রাখা নিয়ে বিতর্ক (Taimur name controversy)- করিনা এবং সইফের বড় ছেলের নাম তৈমুর। সদ্য জন্মদিন গিয়েছে খুদের। করিনার প্রথম সন্তানের নামকরণের সময়ও তুমুল বিতর্ক হয়েছিল।

Kareena Kapoor Khan Taimur Ali Khan

‘সইফিনা’ ছেলের নাম ‘তৈমুর’ রাখাতেই বেঁধেছিল যাবতীয় বিপত্তি। যদিও পরে নায়িকা জানান, তৈমুর নামটি তাঁদের বেশ পছন্দ বলেই রেখেছেন। এর পিছনে কোনও ‘গোপন’ কারণ নেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥