• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুই বাচ্চার মা হয়েও শখ কম নয়! ‘দ্য ডার্টি পিকচার’ এর মত ছবিতে কাজে ইচ্ছা প্রকাশ বেগম কারিনার

Published on:

Kareena Kapoor wanted to work in Dirty Picture like movie

বলিউডের ইতিহাসের সেরা অভিনেত্রীদের (Bollywood actress) নামের তালিকা যদি প্রস্তুত করা হয় তাহলে সেখানে নিঃসন্দেহে নাম থাকবে বিদ্যা বালানের (Vidya Balan)। অভিনেত্রী যেভাবে প্রত্যেক ছবির জন্য নিজেকে ভাঙেন এবং গড়েন তা সত্যিই দেখার মতো। ‘দ্য ডার্টি পিকচার’ (The Dirty Picture) ছবির জন্য বিদ্যা যেভাবে সিল্ক স্মিতা হয়ে উঠেছিলেন তা প্রশংসনীয়।

২০০৫ সালে ‘পরিণীতা’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন বিদ্যা। যত সময় এগিয়েছে ততই ভিন্ন ভিন্ন ধরণের চরিত্র বেছে নিয়েছেন তিনি। সিল্ম স্মিতার জীবনীনির্ভর ‘দ্য ডার্টি পিকচার’এ অভিনেত্রী যে সত্যিই অন্য মাত্রা যোগ করেছিলেন তা স্বীকার না করে উপায় নেই।

The Dirty Picture

তবে সম্প্রতি বলিউডের নামী অভিনেত্রী করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) জানান, বিদ্যার এই দুর্দান্ত ছবিটি নাকি একবারও দেখেননি সইফ আলি খান (Saif Ali Khan)। বহুবার নাকি তিনি সইফকে একসঙ্গে বসে ‘দ্য ডার্টি পিকচার’ দেখার কথা বলেছেন, কিন্তু অভিনেতা নাকি প্রত্যেক বার সেই প্রস্তাব খারিজ করে দিয়েছেন।

করিনার বক্তব্য, তাঁর স্বামী হয়তো ভয় পান ‘দ্য ডার্টি পিকচার’ দেখলে তিনিও এমন ধরণের ছবিতে কাজ করতে চাইবেন! এ তো নাহয় গেল সইফের কথা, কিন্তু করিনা কি নিজে ‘দ্য ডার্টি পিকচার’এর রেশমার মতো বলিষ্ঠ চরিত্রে কাজ করতে চান?

Kareena Kapoor Khan

বেবোর সামনে এই প্রশ্ন রাখতেই তিনি বলেন, ‘বিদ্যা ছিলেন ২০১১ সালের ‘হিরো’। আমি ওই রকম ঝুঁকি নিতে পারব কিনা সত্যিই জানি না। তবে হ্যাঁ, সেই ছবিতে শাহরুখ খান কিংবা সলমনের খানের মতো কেউ থাকলে ভারসাম্য বজায় থাকবে। সেক্ষেত্রে হয়তো পুরোপুরি ফ্লপ হবে না’।

করিনার ইচ্ছা ছিল কিন্তু ষোলো আনা। অভিনেত্রী বলে ওঠেন, সইফকে জিজ্ঞেস করে দেখবেন না হয়। যদিও এরপর আক্ষেপের সুরে বলেন, ‘ও তো ছবিটা দেখতেই চায় না। কতবার ওঁকে বলেছি, চলো একসঙ্গে বসে ছবিটা দেখি। মুখে ‘হ্যাঁ’ বলেছে কিন্তু দেখেনি। হয়তো ভাবছে ওই ধরণের একটা সিনেমায় আমিও কাজ করতে চাইব’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥