• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডে কাজ নেই, কেরিয়ার বাঁচাতে সাউথে পাড়ি! এবার চন্দ্রমুখী সেজে ‘আমি যে তোমার’ গাইবেন কঙ্গনা

Published on:

Kangana Ranaut going to act in south movie Chandramukhi 2

বলিউডের (Bollywood) অন্যতম ভার্সেটাইল অভিনেত্রী হলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। তিনি অভিনয় করেছেন বহু সুপারহিট ছবিতে। ভিন্ন ভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করে প্রমাণ করেছেন নিজের দক্ষতা। এবার হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির সেই অভিনেত্রীই ছুটলেন সাউথে! সেই ইন্ডাস্ট্রির এক ব্লকবাস্টার ছবির সিক্যুয়েল নিয়ে আসছেন ‘ক্যুইন’।

কঙ্গনা রানাউতের শেষ ছবি বক্স অফিসে সেভাবে ছাপ ফেলতে পারেনি। কিন্তু তা সত্ত্বেও অভিনেত্রীর হাতে এখন ঠাসা কাজ। বলিউডের একাধিক ছবি তো ছিলই এবার যোগ সাউথের এই সিনেমার নামও। জানা গিয়েছে, রজনীকান্ত অভিনীত এক ব্লকবাস্টার সিনেমার সিক্যুয়েলে অভিনয় করতে চলেছেন তিনি।

Kangana Ranaut sad

অবশ্য এই প্রথম নয়, কঙ্গনা এর আগেও সাউথের সিনেমায় অভিনয় করেছেন। ‘থালাইভি’ ছবিটিই সাউথ ইন্ডাস্ট্রির ছিল। এবার ব্লকবাস্টার তামিল ছবি ‘চন্দ্রমুখী ২’তে (Chandramukhi 2) অভিনয় করতে চলেছেন বলি সুন্দরী। এই ছবিতে ‘চন্দ্রমুখী’র চরিত্রেই দেখা যাবে কঙ্গনাকে।

২০০৫ সালে পি বাসুর পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘চন্দ্রমুখী’ ছবিটি। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সুপারস্টার রজনীকান্ত এবং জ্যোতিকা সারাভানান। এই ছবিটি মালায়ালাম সিনেমা ‘মণিচিত্রাথাজু’র রিমেক ছিল। পরবর্তীকালে এই ছবিটির হিন্দি রিমেক ‘ভুল ভুলাইয়া’ও তৈরি হয়েছে। সেই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার এবং বিদ্যা বালান।

Kangana Ranaut Chandramukhi 2

‘চন্দ্রমুখী ২’ ছবিতে নৃত্যশিল্পী চন্দ্রমুখীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। তাঁর বিপরীতে দক্ষিণের নামী অভিনেতা রাঘব লরেন্সকে দেখা যাবে বলে জানা গিয়েছে। অপরদিকে ছবির কস্টিউম তৈরির দায়িত্বে আছে জাতীয় পুরস্কার জয়ী পোশাক শিল্পী নীতা লুল্লা। ছবিটির প্রযোজনা করছে ‘পোন্নিয়িন সেলভান’এর প্রযোজনা সংস্থা লাইকা ফিল্মস।

জানা গিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে ‘চন্দ্রমুখী ২’এর শ্যুটিং শুরু করবেন কঙ্গনা। এরপর ‘এমারজেন্সি’র দ্বিতীয় শিডিউল শেষ হওয়ার পর কাজ থেকে কিছুটা বিরতি নেবেন তিনি। এরপর অল্প কয়েকদিনের ব্রেক কাটিয়ে ফের ‘চন্দ্রমুখী ২’র শ্যুটিং শুরু করবেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥