• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নেশার বিরুদ্ধে সুর ছড়ালেও একসময় নিজেই ছিলেন নেশাগ্রস্ত, ছটফট করতেন মাদকের জন্য বললেন কঙ্গনা!

কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) মানেই বিতর্ক। তাই বলিউডের অন্যতম এই চর্চিত অভিনেত্রীকে ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ (Controversy Queen)-ও বলা হয়ে থাকে। বরাবরই যে কোনো বিষয়েই বিতর্কিত মন্তব্য করতে একেবারে সিদ্ধহস্ত এই বলি অভিনেত্রী। এই কারণে নিন্দুকরাও আড়ালে বলে থাকেন বিতর্ক আর কঙ্গনা হাত ধরাধরি করে চলেন। তাই নানা বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যেই শিরোনামে ওঠেন অভিনেত্রী। তবে বিতর্ক যতই আষ্টেপৃষ্ঠে ঘিরে রাখুক না কেন, অভিনয়টা কিন্তু ভালোই করেন কঙ্গনা।

আর এই কারণেই বলিউডের তথাকথিত কোনো গডফাদার ছাড়াই শুধুমাত্র নিজের দুর্দান্ত অভিনয় দক্ষতার জেরে বলিউডে নিজের জায়গা পাকা করে নিয়েছেন কঙ্গনা। কিন্তু অভিনেত্রীর জীবনে এই সাফল্য একদিনে আসেনি। একসময় করেছেন কঠিন লড়াই। সম্প্রতি নো স্মোকিং ডে উপলক্ষে নিজের অতীত জীবনের এক অন্ধকার অধ্যায়ের সিক্রেট ফাঁস করেছেন কঙ্গনা। অভিনেত্রী জানিয়েছেন, অভিনয় জীবনের শুরুর দিকে তিনি নাকি ভয়ানক চেন স্মোকার (Chainsmoker) হয়ে গিয়েছিলেন।

   

কঙ্গনা রানাওয়াত,Kangana Ranaut,বলিউড,Bollywood,চেন স্মোকার,Chainsmoker,সিগারেট,Cigarette

সেসময় তিনি নাকি এতটাই নেশাগ্রস্ত হয়ে পড়েছিলেন যে সিগারেট না পেলে তিনি ছটফট করতে থাকতেন।তবে সেইসাথে অভিনেত্রী জানান প্রথমে যখন তিনি সিগারেট খাওয়া শুরু করেছিলেন তখন তিনি নিজেও, ভাবতে পারেননি এমন কিছু হতে পারে। তিনি এতটাই নেশার দাস হয়ে পড়েছিলেন যে সময় নেশার জিনিস না পেলে প্রচন্ড রেগেও যেতেন। এমন নেশা হয়ে গিয়েছিল যে সিগারেট না পেলে নাকি জানলা দিয়ে লাফ মারতে ইচ্ছে হত তার।

এমনকি তার মনে হত, যেন কেউ তাঁকে দাস বানিয়ে রেখেছে। কঙ্গনার কথায়, ‘যখন কিছু আমাকে শাসন করতে শুরু করে, আমি বিরক্ত হই।কঙ্গনা জানিয়েছেন মাত্র ১৯ বছর বয়সে যখন তিনি ‘লমহে’ ছবির শুটিং করছিলেন। তখন ওই সিনেমায় তার অভিনীত চরিত্রটি বেশ ট্রমাটাইজড ছিল। এরফলে সেসময় তার স্নায়ুর উপরে ব্যাপক চাপ পড়ত।

কঙ্গনা রানাওয়াত,Kangana Ranaut,বলিউড,Bollywood,চেন স্মোকার,Chainsmoker,সিগারেট,Cigarette
এ প্রসঙ্গে কঙ্গনার অকপট স্বীকারোক্তি ‘আমি শট থেকে বেড়িয়েই একটা সিগারেট ধরিয়ে নিতাম। তখন আমাকে অনেকেই পরামর্শ দিয়েছিল, বেঁচে থাকতে কোনও কিছুর উপর অভ্যস্ত হওয়া উচিত নয়। আমিও ভাবতাম এমন নোংরা কাজে আমি কীভাবে অভ্যস্ত হয়ে পড়লাম। মানে কাশি, বমি, মাথা ঘোরা ইত্যাদি। শুটিং শেষ করতে করতে ৬-৭ মাস কেটে গিয়েছিল, তখনও আমি সেসব বুঝতে পারিনি। আস্তে আস্তে নিজের সাথে সিগারেটের প্যাকেট রাখা শুরু করি। এরপর ধীরে ধীরে দিনে ১০ থেকে ১২টা সিগারেট খেতে থাকলাম।’ অবশেষে যোগা গুরুর সাহায্য নিয়ে এই মারাত্মক নেশার জগৎ থেকে বেরিয়ে আসেন কঙ্গনা।