• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের ক্ষমতা নেই এমন ছবি তৈরি করার! Kantara’র মতো সিনেমা হয় না, সাউথের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা রানাউত

Published on:

Bollywood actress Kangana Ranaut paises Kantara after watching the movie, see video

দক্ষিণী ইন্ডাস্ট্রির একের পর এক সিনেমা (South Indian cinema) বক্স অফিসে ঝড় তুলছে। এবার এই লিস্টে নতুন সংযোজন ঋষভ শেট্টি পরিচালিত ‘কানতারা’ (Kantara)। ‘কেজিএফ’ এবং ‘৭৭৭ চার্লি’র প্রযোজনা সংস্থার এই নতুন সিনেমা দেখে শুধুমাত্র দর্শকরাই নন, মুগ্ধ হয়ে গিয়েছেন একাধিক তারকাও। সম্প্রতি যেমন ঋষভের প্রশংসা করে ভিডিও শেয়ার করেছেন বলিউডের (Bollywood) নামী অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।

‘কানতারা’ এমন একটি সিনেমা যেটি দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন চলচ্চিত্র সমালোচকেরাও। সেই সঙ্গেই ছবিটি বক্স অফিসেও দুর্দান্ত ব্যবসা করছে। সম্প্রতি সপরিবারে ঋষভের ছবি দেখতে গিয়েছিলেন কঙ্গনা। থিয়েটার থেকে বেরিয়ে একটি ভিডিওর মাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন বলি সুন্দরী।

Take a look at the Kantara’s impressive box office collection

ঋষভ শেট্টির ছবি ইতিমধ্যেই থিয়েটারে ২১ দিন কাটিয়ে ফেলেছে এবং প্রত্যেক দিনের সঙ্গে ছবিটির আয়ের অঙ্কও যেন বাড়ছে। শুধুমাত্র কন্নড় ভাষাই কিন্তু নয়, এর পাশাপাশি অন্যান্য বিভিন্ন ভাষাতেও ছবিটি দারুণ ব্যবসা করছে।

কঙ্গনা ‘কানতারা’ দেখে বেরিয়ে নিজের গাড়িতে বসেই একটি ভিডিও করে ছবিটির রিভিউ করেন। সেখানে অভিনেত্রী বলেছেন, ‘আমি পরিবারের সঙ্গে এইমাত্র কানতারা দেখে বেরোলাম এবং আমি এখনও কাঁপছি। কী দারুণ অভিজ্ঞতা। ঋষভ শেট্টি তোমায় প্রণাম। লেখা, পরিচালনা, অভিনয়, অ্যাকশন সব দুর্দান্ত অবিশ্বাস্য’।

Kangana Ranaut speaking

এখানেই থামেননি বলিউডের ‘ক্যুইন’। অভিনেত্রী বলেন ‘কানতারা’ দেখার পর এর প্রভাব তাঁর সঙ্গে কম করে ১ সপ্তাহ থাকবে। কঙ্গনার কথায়, ‘সংস্কৃতি, লোকগাঁথা এবং আঞ্চলিক ইস্যুর কী দারুণ মিশ্রণ। এমন দারুণ ফটগ্রাফি এবং অ্যাকশন। এটাই সিনেমা। এই জন্যই ছবি তৈরি করা হয়। আমি থিয়েটারে কত মানুষকে বলতে শুনেছি তাঁরা এমন কিছু আগে দেখেননি।  এই ছবিটির জন্য ধন্যবাদ। আমার মনে হয় না আগামী এক সপ্তাহের জন্য আমি এই প্রভাব থেকে বেরোতে পারব’।

প্রসঙ্গত, ‘কানতারা’র বক্স অফিসেও কিন্তু এখনও পর্যন্ত দারুণ ব্যবসা করেছে। ইতিমধ্যেই ঋষভের ছবি সারা বিশ্বে আয়ের নিরিখে ১৭০ কোটি টাকা কামিয়ে ফেলেছে। সেই সঙ্গেই ‘কেজিএফ’ এবং ‘কেজিএফ ২’এর পর তৃতীয় সবচেয়ে সফল কন্নড় ছবির শিরোপাও অর্জন করে নিয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥