বলিউড (Bollywood) অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut) এমন একজন ব্যক্তিত্ব যিনি ঠোঁটকাটা হিসেবে ব্যাপক জনপ্রিয়। কঠোর কথা মুখের ওপর বলে দিতে একেবারেই ভয় পান না তিনি। করণ জোহর থেকে শুরু করে আলিয়া ভাট- বলিউড ইন্ডাস্ট্রির একাধিক ‘প্রভাবশালী’ তারকার বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। সম্প্রতি যেমন বিনা পারিশ্রমিকে কাজ করা বলি নায়িকাদের বিরুদ্ধে তোপ দেগেছেন কঙ্গনা।
ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করাটা একেবারেই সহজ ছিল না কঙ্গনার কাছে। এই জন্য প্রচুর লড়াই করতে হয়েছে তাঁকে। কেরিয়ারের শুরুর দিকে অনেকের ঠাট্টা-তামাশারও শিকার হয়েছেন তিনি। তবে নিজের প্রতিভার জোরে পায়ের তলার মাটি শক্ত করেছেন কঙ্গনা। আজ হিন্দি ফিল্মি ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন তিনি।
কঙ্গনার মতে, তিনি বলিউডের একমাত্র অভিনেত্রী যিনি পুরুষ অভিনেতাদের মতো মোটা পারিশ্রমিক পান। পারিশ্রমিকের নিরিখে আর কেউ তাঁর ধারেকাছে নেই। তবে এই লড়াইটা একেবারেই সহজ ছিল না। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে তা নিয়ে মুখ খোলেন অভিনেত্রী।
আসলে সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া এক সাক্ষাৎকারে বলিউডের পারিশ্রমিক বৈষম্য (Pay Parity) নিয়ে মুখ খুলেছেন। ‘দেশি গার্ল’ বলেন, পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের ১০ শতাংশও তিনি পেতেন না। সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে সেই ভিডিও। এরপর প্রিয়াঙ্কা সেই ভিডিও শেয়ার করেই বোমা ফাটান কঙ্গনা।
বলিউডের ‘ক্যুইন’ লেখেন, ‘এটা সত্যি। আমার আগে এই পুরুষতান্ত্রিক নিয়মের ভারে চাপা দিয়ে রাখা হতো মহিলাদের। আমি সমান পারিশ্রমিকের জন্য প্রথম লড়াই শুরু করি। তবে সবচেয়ে খারাপ জিনিস হল, আমি যখন কোনও চরিত্রের পারিশ্রমিক নিয়ে লড়াই করছি, তখন আমার সমকালীন অভিনেত্রীরা সেই চরিত্রগুলি বিনা পারিশ্রমিকে করতে রাজি হয়ে যাচ্ছিলেন’।
কঙ্গনার সংযোজন, ‘আমি দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলতে পারি, বেশিরভাগ প্রথম সারির (অভিনেত্রী) বিনা পারিশ্রমিক এবং আরও বেশ কিছু জিনিসের বিনিময়ে একটি ছবি হাতিয়ে নিতেন। কারণ তাঁদের মনে ভয় থাকতো যে চরিত্রটা দক্ষ কারোর কাছে চলে যেতে পারে। এরপরেও এরা নাকি ‘হাইয়েস্ট পেইড’! ইন্ডাস্ট্রিতে সবাই জানে, শুধুমাত্র আমি পুরুষ অভিনেতাদের মতো পারিশ্রমিক পাই, আর কেউ পায় না। আর এখন তাঁরা কাউকে দোষারোপও করতে পারবে না’। প্রসঙ্গত, কঙ্গনা নিজের পোস্টে কোনও অভিনেত্রীর নাম না নিলেও অনেকের অনুমান, তিনি বিনা পারিশ্রমিকে কাজ করা দীপিকা-সোনমদের নিশানা করেছেন। আদৌ এই অনুমান ঠিক কিনা সেই বিষয়ে কঙ্গনা নিজে কিছু বলেননি।