• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাড়ির অমতে প্রেম থেকে বিয়ে করে দুবার গর্ভপাত! জীবনের সবথেকে কঠিন সময় নিয়ে বিস্ফোরক কাজল

বলিউড মানেই ঝাঁ চকচকে একটা জগৎ আমাদের চোখের সামনে ভাসতে থাকে। তবে তারকাদের শুধুমাত্র পর্দায় নয় বরং তাদের বাস্তব জীবন সম্পর্কে জানতেও ব্যাপক আগ্রহী থাকেন নেটিজেনরা। বিশেষ করে প্রেম ও বৈবাহিক সম্পর্ক থেকেই গোপন সিক্রেট বিষয় হলে তো কৌতূহল আরও দ্বিগুন হয়ে যায়। তবে  বি টাউনে একাধিক বিচ্ছেদের মাঝেও পাওয়ার কাপল কাজল (Kajol) অজয় দেবগন (Ajay Devgan) জুটি।

বলিউডের তারকা হিসাবে দুজনেই কেউ কারোর থেকে কম নন। কাজল থেকে অজয় দেবগনের ঝুলিতে একাধিক সুপারহিট সিনেমার হয়েছে। কিন্তু তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেকেরই অজানা। সম্প্রতি কাজল তাঁর এবং অজয় দেবগনের বৈবাহিক জীবনের আগের ও পরের অনেক গোপন তথ্য ফাঁস করেছেন। যেটা অনেকের কাছেই বেশ অবাক করে দেওয়ার একটা বিষিয়।

   

Kajol,Ajay Devgan,DDLJ,Kajol Misscarriages,Bollywood Gossip,বলিউড গসিপ,কাজল,গর্ভপাত,অজয় দেবগন

কাজল বলেন, প্রথম দিকে অজয় দেবগনকে তিনি পছন্দ করতেন না। তারপরে ‘হুলচুল’ ছবির শুটিং ফ্লোরে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। সেইসময় দুজনেরই জীবনে তাদের কাছের মানুষ ছিলেন। কিন্তু নিজেদের মধ্যে সম্পর্কের আঁচ পেতেই দুজনেই পুরোনো সম্পর্কে ইতি টেনে নতুনভাবে সম্পর্কে জড়িয়ে পড়েন। প্রথমদিকে কাজলের বাবা তাদের সম্পর্কে খুশি ছিলেন না। তবে পরবর্তীকালে দুজনের সম্পর্ক তিনি মেনে নিয়েছিলেন।

Kajol,Ajay Devgan,DDLJ,Kajol Misscarriages,Bollywood Gossip,বলিউড গসিপ,কাজল,গর্ভপাত,অজয় দেবগন

শুধু তাই নয় এরপর হানিমুনের বেশ কিছু কথা শেয়ার করেছিলেন অভিনেত্রী। কাজল বলেছিলেন, তার ইচ্ছা ছিল তাদের হানিমুন যেন অনেক দিনের হয়। সেই মত এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছতেই তাদের লেগেছিল ৫ সপ্তাহেরও বেশি। কিন্তু শেষে মিশর ভ্রমণে অজয় দেবগন অসুস্থ হয়ে পড়েন যার ফলে তাঁরা বাড়ি ফিরে আসেন।

বিয়ে পরবর্তী জীবনের এই সকাহিনী শেয়ার করার সাথে সাথে জীবনের সবচেয়ে কঠিন সময়ের কথাও ভাগ করে নিয়েছেন কাজল। জীবনে দুবার নাকি মা হওয়া থেকে বঞ্চিত হয়েছিলেন তিনি। প্রথম গর্ভপাত হয় ‘কাভি খুশি কাভি গাম’-এর সময়। সেই শোকে তিনি এই সিনেমার সাফল্যের আনন্দে নিজেকে সামিল করতে পারেননি।

Ajay Devgan Kajol Kids

এরপর দ্বিতীয়বার গর্ভবতী হয়ে সন্তানের অপেক্ষায় থাকলেও সেই সন্তানও নষ্ট হয়ে যায়। এরপর স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিলেন কাজল। তবে পরবর্তীকালে আবারও গর্ভবতী হন কাজল ও আজ দুই সন্তান নিয়েই সুখের সংসার তাদের। বর্তমানে মেয়ে নাইশার বয়স ১৯ বছর ও ছেলে যুগের বয়স ১২ বছর।