বলিউডের (Bollywood) বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন (Jaya Bachchan) এমন একজন ব্যক্তিত্ব যাকে নিয়ে নেটপাড়ায় চর্চা লেগেই থাকে। মাঝেমধ্যেই সংবাদমাধ্যমের (Media) প্রতি ক্ষোভ উগড়ে দিতে দেখা যায় তাঁকে। সম্প্রতি যেমন নাতনি নভ্যা নভেলি নন্দার সঙ্গে বেরিয়ে পাপারাৎজিকে ‘শাপশাপান্ত’ করে নেটিজেনদের তোপের মুখে পড়েছিলেন অমিতাভ ঘরণী।
একবার নয় বহুবার মিডিয়ার ওপর জয়াকে চটে যেতে দেখা গিয়েছে। সংবাদমাধ্যমের প্রতি এত রাগ কেন বর্ষীয়ান অভিনেত্রীর? সম্প্রতি সেই কারণ ফাঁস করেছেন তিনি নিজেই। নাতনি নভ্যার পডকাস্টে গিয়ে এই বিষয়ে মুখ খুলছেন জয়া।
অমিতাভ ঘরণী বলেন, যারা ব্যক্তিগত জীবনে নাক গলান, তাঁদের তিনি ঘৃণা করেন। শুধু তাই নয়, তাঁদের তিনি অবজ্ঞাও করেন। জয়ার কথায়, ‘আমি ঘৃণা করি। অবজ্ঞা করি। আমি এমন মানুষদের অবজ্ঞা করি যারা মানুষের ব্যক্তিগত জীবনে নাক গলান এবং তা দিয়ে নিজেদের পেট ভরেন। আমি ঘৃণা করি, আমার বিরক্ত লাগে এমন মানুষদের। আমি বলি, ‘আপনাদের লজ্জা করে না?’’
দিদিমার মুখ থেকে একথা শোনার পর নভ্যা পাল্টা প্রশ্ন করেন, তিনি কি জানতেন না অভিনেত্রী হলে এমন পরিস্থিতির সম্মুখীন তাঁকে হতে হবে? যা শোনার পর জয়া খুব স্পষ্টভাবেই জানিয়ে দেন মিডিয়ায় তাঁর কাজ নিয়ে কথা হলে কোনও অসুবিধা নেই।
বচ্চন পত্নী বলেন, ‘তুমি যদি বলো ও খারাপ অভিনেত্রী এবং ও এই ছবিটা খুব বাজে করেছে। ওঁকে দেখতে ভালোলাগছে না। কারণ এটা ভিস্যুয়াল মিডিয়া। আমার খারাপ লাগবে না। কিন্তু বাকি জিনিসে আমার খারাপ লাগবে’। অভিনেত্রীর সংযোজন, ‘যদি মানুষ আমার সকল রাগি বক্তব্য ইউটিউব, ইনস্টগ্রাম, টুইটারে শেয়ার করে খাবার অর্জন করে তাহলে আমার সত্যিই কিছু যায় আসে না’।
জয়ার মতে, একজন শিল্পীর কাজের জন্য তাঁকে নিয়ে সংবাদমাধ্যমে চর্চা হতেই পারে। সমালোচনাও হতেই পারে। তবে ব্যক্তিগত জীবনে মিডিয়ার হস্তক্ষেপ করা অভিনেত্রীর কেরিয়ারের শুরু থেকেই একেবারেই পছন্দ নয়। বর্ষীয়ান অভিনেত্রীর প্রশ্ন, ‘আমি যখন কোথাও হেঁটে যাচ্ছি, তুমি আমার ছবি তুলে ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করছ। কেন করবে? আমি কি মানুষ নই?’