বলিউডের (Bollywood) সম্ভ্রান্ত বচ্চন পরিবারের দুই বৌ হলেন জয়া (Jaya Bachchan) এবং ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan)। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই অমিতাভ-অভিষেকের পরিবার নিয়ে একাধিক কাহিনী শুনতে পাওয়া যায়। আর হবে নাই বা কেন! অমিতাভ, জয়া থেকে শুরু করে অভিষেক,ঐশ্বর্য- একই ছাদের তলায় থাকেন বি টাউনের ৪ নামী তারকা। স্বাভাবিকভাবেই তাই তাঁদের নিয়ে চর্চা-আলোচনা চলতেই থাকে।
কেরিয়ারের শীর্ষে থাকাকালীন অভিষেক বচ্চনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ঐশ্বর্য। ভালোবেসে বিয়ে করেছিলেন দু’জনে। বিয়ের কয়েক বছরের মধ্যেই রাইসুন্দরীর কোল আলো করে আসে তাঁদের একমাত্র মেয়ে আরাধ্যা। গুঞ্জন শোনা যায়, বিয়ের পর পর সবকিছু ভালোই চলছিল। কিন্তু আস্তে আস্তে ছন্দপতন হয়।
একবার তো এও শোনা গিয়েছিল, জয়া এবং ঐশ্বর্যর সম্পর্ক নাকি একেবারে তলানিতে ঠেকেছে। এক বাড়িতে থাকলেও নাকি একে অপরের মুখ দেখেন না তাঁরা। শুধু তাই নয়, অমিতাভের সঙ্গেও ঐশ্বর্যর সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল বলে গুঞ্জন শোনা গিয়েছিল। সত্যিই কি তাই? একবার এক সাক্ষাৎকারে এই নিয়ে খোলাখুলি কথা বলেছিলেন অমিতাভ-পত্নী নিজে।
খারাপ সম্পর্কের গুঞ্জনে জল ঢেলে জয়া বলেছিলেন, ‘ও (ঐশ্বর্য) আমার বান্ধবী। আমার যদি ওঁর বিষয়ে কিছু ভালো না লাগে, আমি তাহলে ওঁর মুখের ওপর বলে দিই। ওঁর পিছনে রাজনীতি করি না। ওঁর-ও যদি কিছু অপছন্দ হয়, তাহলে নিজের মনের কথা বলে দেয়। শুধু তফাৎ হল, আমি নাটক করতে পারি, কিন্তু ওঁকে সম্মান করতে হয়। আসলে আমার বয়স বেশি তো সেই জন্য’।
জয়ার সংযোজন, ‘আমাদের বাড়ি বসে যে কোনও তুচ্ছ বিষয়ে আলোচনা করতে দারুণ লাগে। শুধুমাত্র আমরা দু’জন থাকি সেই আলোচনায়। তবে ওঁর কাছে বেশি সময় থাকে না। তবে ও যাই করুক না কেন আমাদের ভালোলাগে। ওঁর সঙ্গে আমার সম্পর্ক দারুণ’।
এর আগে অভিষেক একবার বলেছিলেন, ‘মা আর অ্যাশ আমার বিরুদ্ধে জোট বাঁধে। আর তখন বাংলায় বকবক করতে থাকে। মা যেহেতু বাঙালি তাই বাংলা জানে। আর ঐশ্বর্য ঋতুদার (ঋতুপর্ণ ঘোষ) সঙ্গে কাজ করেছিল ‘চোখের বালি’তে। তাই এখন ও ভালো বাংলা বলতে পারে। সেই জন্য ওঁরা আমার বিরুদ্ধে জোট বাঁধলেই বাংলায় কথা বলতে থাকে’।