• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেয়েদের ছোট পোশাক পরা উচিত নয়! মায়ের কথায় ক্ষেপে আগুন, জয়া বচ্চনকে ধুয়ে দিল মেয়ে শ্বেতা

Published on:

Bollywood actress Jaya Bachchan askas why Indian women are wearing western clothes, Shweta Bachchan Nanda argues

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী (Bollywood actress) জয়া বচ্চন (Jaya Bachchan) এমন একজন ব্যক্তিত্ব যাকে নিয়ে সংবাদমাধ্যমে চর্চা লেগেই থাকে। অমিতাভ বচ্চনের ঘরণী কখনও নিজের মনের কথা প্রকাশ্যে বলতে ভয় পান না। সাংবাদিকদের প্রকাশ্যে অপমান করা থেকে শুরু করে তাঁদের অপছন্দের কারণ- জয়া সমস্ত বিষয় নিয়েই প্রকাশ্যে কথা বলেছেন। সামাজিক মাধ্যমে ট্রোল হলেও নিজের অবস্থান থেকে কোনোদিন সরে আসেননি অভিনেত্রী।

সম্প্রতি যেমন নাতনি নভ্যা নভেলি নন্দার (Navya Naveli Nanda) পডকাস্ট ‘হোয়াট দ্য হেল নভ্যা’তে গিয়ে ফের একটি বিতর্কিত মন্তব্য করে বসেন জয়া। যা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন ওঠেন তাঁর মেয়ে শ্বেতা বচ্চন নন্দা (Shweta Bachchan Nanda)।

Shweta Bachchan Nanda and Jaya Bachchan

‘হোয়াট দ্য হেল নভ্যা’র একটি ঝলক সম্প্রতি প্রকাশ্যে এসেছে।  সেখানে দেখা গিয়েছে, ভারতীয় মেয়েদের পশ্চিমী পোশাক পরা নিয়ে জয়া এবং শ্বেতার মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। অমতাভ বচ্চনের ঘরণীকে বলতে দেখা যায়, ‘ভারতীয় মেয়েরা কেন বেশি বেশি করে পশ্চিমী পোশাক পরছে?’

মায়ের প্রশ্নের জবাবে শ্বেতা বলেন, ‘চলাফেরার সুবিধার জন্য। এখনকার দিনের বেশিরভাগ মহিলারা বাড়িতে বসে নেই। তাঁরা বাইরে বেরোচ্ছেন, চাকরি করছেন। হয়তো একটি শাড়ি পরার থেকে একটি প্যান্ট এবং টি-শার্ট পরে নেওয়াটা বেশি সহজ’।

Shweta Bachchan

শ্বেতার জবাবে সন্তুষ্ট না হয়ে জয়া বলেন ওঠেন, ‘আমার মনে হয় না জেনেই আমরা এটা মেনে নিয়েছি যে পশ্চিমী পোশাক মহিলাদের পুরুষদের মতো ক্ষমতা দেয়। আমার মহিলাদের হাতে মহিলাদের ক্ষমতা দেখতে দারুণ লাগবে। আমি এটা বলছি না ‘যাও শাড়ি পরো’। কিন্তু পশ্চিমেও আগে মহিলারা ড্রেস পরতেন। কিন্তু প্যান্ট পরা শুরু করার পর থেকেই সম্পূর্ণ জিনিসটি বদলে গিয়েছে’।

মেয়েদের প্যান্ট পরার কারণ বোঝাতে গিয়ে এরপর শ্বেতা বলেন, ‘শিল্প বিপ্লবের সময় প্রায় প্রত্যেক পুরুষ যুদ্ধে চলে গিয়েছিলেন। তখন মহিলারা কারখানায় কাজ খুঁজতে শুরু করেন। আর কারখানায় ভারী ভারী যন্ত্রপাতির কাজ করতে গিয়ে তাঁদের প্যান্ট পরতেই হয়েছিল’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥