জি বাংলার পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় নন ফিকশন গেম শো হল দাদাগিরি। দর্শকমহলে সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) সঞ্চালিত এই শোয়ের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। প্রিন্স অফ ক্যালকাটা স্বয়ং সৌরভ গাঙ্গুলীর সঞ্চালনা এই শোকে আলাদা মাত্রা এনে দিয়েছে। সপ্তাহ শেষে দর্শকদের মনের ক্লান্তি দূর করায় কিন্তু ‘দাদাগিরি’ (Dadagiri) -র জুড়ি মেলা ভার।
তাই সপ্তাহের শেষ দুদিন ঘড়ির কাঁটা রাত সাড়ে ন’টার ঘরে যেতেই বাচ্চা থেকে বুড়ো সকলেই নিজের নিজের কাজ শেষ করে পছন্দের দাদাগিরি দেখতে বসে যান সকলে। একথা সবাই স্বীকার করবেন দাদাগিরি শুধুমাত্র গেম শো নয়, এই শো থেকে অনেক কিছু জানা এবং শেখা যায়। পর। প্রত্যেক সিজনের মতোই চলতি সিজনেও প্রত্যেক পর্বে দর্শকদের জন্য নিত্যনতুন চমক নিয়ে টিভির পর্দায় হাজির হন মহারাজ।
গত বছর করোনা সংক্রমণের মধ্যেই সমস্ত কোভিড প্রটোকল মেনেই শুরু হয়েছিল ‘দাদাগিরি সিজন ৯’। এই শোয়ের বিভিন্ন এপিসোডে নিত্যনতুন চমক নিয়ে হাজির হয় সৌরভ। কখনও সিনেমা প্রমোশনের উদ্দেশ্যে আবার কখনও শুধুমাত্র দর্শকদের মনোরঞ্জন করতে দাদাগিরির মঞ্চে হাজির হন সিনেমা থেকে সিরিয়ালের একাধিক সেলিব্রেটিরা।
তবে এবার প্রায় শেষের পথে দাদাগিরির সিজন ৯। তার পরিবর্তে জায়গা নিতে চলেছে জি বাংলার জনপ্রিয় মিউজিক রিয়ালিটি সারেগামাপা। এরইমধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দাদাগিরির আগামী সিজনের শুটিংয়ের বেশ কিছু ছবি। যেখানে দেখা যাচ্ছে কিরণ দত্ত ওরফে ‘বং গাই’, গৌরব তপাদ্দার,দুর্বা দে, জিরো ওয়াট খ্যাত সৌম্য এবং তার মা,বাংলার এমনই সব জনপ্রিয় সব ইউটিউবাররা হাজির হয়েছেন দাদাগিরির মঞ্চে।
নেটপাড়ায় ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে দাদাগিরির মঞ্চে হাজির হয়েছেন বং গাই (Bong Guy) খ্যাত বাংলার জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্ত (Kiran Dutta)। তার সাথেই রয়েছেন আরও বেশ কয়েকজন জনপ্রিয় ইউটিউবার। চমকের এখানেই শেষ নয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিতে আরও দেখা যাচ্ছে দাদাগিরির মঞ্চে হাজির হয়েছেন শ্রীদেবী (Sreedevi) কন্যা জাহ্নবী কাপুর(Janhvi Kapoor)। এ সম্পর্কে চ্যানেল কর্তৃপক্ষের তরফে অফিশিয়ালি কিছু না জানানো হলেও কিরণ দত্ত নিজে ফেসবুক পেজে জাহ্নবীর সাথে একটি ছবি শেয়ার করে মজার ছলে লিখেছেন ‘এই মেয়েটির মায়ের নাম কি?সঠিক উত্তরদাতাকে এক টুকরো বরফ দেওয়া হবে।’