বলিউডের (Bollywood) দুই নামকরা অভিনেত্রী হলেন এষা দেওল (Esha Deol) এবং অমৃতা রাও (Amrita Rao)। দু’জনেই নিজের অভিনয়ের মাধ্যমে কোটি কোটি মানুষের মন জয় করে নিয়েছেন। আজ দু’জনকেই খুব একটা পর্দায় দেখা যায় না, কিন্তু তাও দর্শকদের মন থেকে তাঁরা কিন্তু মুছে যাননি। নিজেদের অভিনয় গুণে আজও অনুরাগীদের মনের মণিকোঠায় স্থান ধরে রেখেছেন তাঁরা।
তবে আপনি কি জানেন, এই এষা একবার সকলের সামনে অমৃতার গালে সপাটে চড় (Slap) মেরেছিলেন? আজ থেকে ১৮ বছর আগে ‘প্যায়ারে মোহন’ ছবির সেটে ঘটেছিল এই ঘটনা। সেই সময় এই ঘটনাটি নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। পরবর্তীকালে এই নিয়ে কথা বলেছিলেন ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর মেয়ে এবং খানিকটা বুক চিতিয়েই বলেছিলেন যে এই কাজের জন্য তাঁর কোনও আফসোস নেই।
২০০৬ সালে প্রেক্ষাগৃহে রিলিজ করেছিল এষা-অমৃতা অভিনীত ‘প্যায়ারে মোহন’ ছবিটি। এই সিনেমায় তাঁদের সঙ্গেই অভিনয় করেছিলেন ফরদীন খান এবং বিবেক ওবেরয়। তবে ছবিটির শ্যুটিং হয়েছিল ২০০৫ সালে। একবার শ্যুটিংয়ের সময়ই এষা এবং অমৃতা বিবাদে জড়িয়ে পড়েন এবং শেষ পর্যন্ত নিজের রাগ সামলাতে না পেরে ‘বিবাহ’ নায়িকাকে থাপ্পড় মারেন ধর্মেন্দ্র-কন্যা।
ঘটনাটি ঘটার বেশ কয়েক বছর পর এই নিয়ে মুখ খোলেন এষা। অভিনেত্রী জানান সেদিন ঠিক কী ঘটেছিল ‘প্যায়ারে মোহন’ ছবির সেটে। ধর্মেন্দ্র-হেমার মেয়ে বলেন, ‘হ্যাঁ, একদিন প্যাক আপের পর অমৃতা আমায় পরিচালক ইন্দ্র কুমারের সামনে অপমান করে। আমার এবং আমার ক্যামেরাম্যানের মনে হয়েছিল ও নিজের সীমা অতিক্রম করেছে’।
এষার সংযোজন, ‘নিজের আত্মসম্মান রক্ষা করার জন্য এবং সেই সময়ের উত্তেজনার আমি ওঁকে থাপ্পড় মেরে দিই। সেই সময় দাঁড়িয়ে ও আমার সঙ্গে যা ব্যবহার করেছিল তাতে এটাই ওঁর পাওনা ছিল। আমার কোনও আফসোস নেই। আমি শুধু নিজেকে এবং নিজের আত্মসম্মান রক্ষা করেছিলাম’।
ধর্মেন্দ্র-কন্যা আরও জানান, তিনি সহজে মেজাজ হারানোর মতো মানুষ নন। তবে তাঁকে যদি কেউ উস্কে দেন তাহলে সমস্যা আছে! অমৃতাও ঠিক এমনটাই করেছিলেন বলে খবর। যদিও এষা জানান, পরে অমৃতা নিজের ভুল বুঝতে পেরে তাঁর কাছে ক্ষমা চান এবং তিনি সব কিছু ভুলে তাঁকে ক্ষমা করে দেন।