• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নিজের সিনেমা দেখতে নিজেরই ‘ঘেন্না’ লাগে! সুন্দরী দিশা পাটানির বক্তব্যে অবাক নেটিজেনরা

বলিউডের (Bollywood) অন্যতম সুন্দরী অভিনেত্রীদের (Actresses) মধ্যে একজন দিশা পাটানি (Disha Patani)। তাঁর হটনেসে প্রতি মুহূর্তে মুগ্ধ হন অনুরাগীরা। তবে সেই দিশাই নাকি নিজেকে বড় পর্দায় দেখতে একেবারে পছন্দ করেন না। বরং তাঁর নাকি ‘ঘেন্না’ হয়। নায়িকার এই বক্তব্য শুনে একেবারে হতবাক দর্শকরা।

দিশা এই মুহূর্তে তাঁর আসন্ন ছবি ‘এক ভিলেন রিটার্নস’এর প্রচার করছেন। ছবিতে তাঁর সঙ্গেই জন আব্রাহাম, অর্জুন কাপুর, তারা সুতারিয়া রয়েছেন। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট ছবি ‘এক ভিলেন’এর সিক্যুয়েল এটি। মোহিত সুরি পরিচালিত সেই ছবির প্রচারে গিয়েই এই মন্তব্য করেছেন নায়িকা। যা শুনলে অবাক হবেনই হবেন।

   

Ek Villain Returns new poster

রূপ হোক বা অভিনয়, দিশাকে একেবারে ‘পারফেক্ট’ মনে হয় ভক্তদের। সম্প্রতি এক সাক্ষাৎকারের সময় তাঁকে এই নিয়েই প্রশ্ন করেন সাক্ষাৎকারগ্রহীতা। তাঁকে জিজ্ঞেস করেন, ‘বিশ্বাস করা হয়, দিশার লুক হোক বা অন্য কিছু, দিশা পাটানি একেবারে নিখুঁত। তুমি যখন নিজেকে দেখো, তোমার কী মনে হয়?’

জবাবে দিশা বলেন, ‘আমার নিজেকে দেখতে ভালোলাগে না। আমি নিজেকে দেখতে পারি না। আসলেয়ামার নিজেকে দেখতে ঘেন্না হয়। কারণ আমার কিছুই ভালোলাগে না। তাই যখনই আমি নিজের ছবি দেখি,  (নিজের দু’হাত দিয়ে দু’চোখ ঢেকে) অর্ধেক সময় আমি এভাবে থাকি’। সুন্দরী দিশার মুখ থেকে একথা শুনে একেবারে আকাশ থেকে পড়েছেন ভক্তরা।

Disha Patani

দিশার বলিউড ডেবিউ হয়েছিল সুশান্ত সিং রাজপুত অভিনীত বায়োপিক ‘এম এস ধোনিঃ দ্য আনটোল্ড স্টোরি’র মাধ্যমে। এর আগে ‘লোফার’ নামে একটি তেলেগু ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তবে বলিউড ডেবিউর পর আর ঘুরে তাকাতে হয়নি তাঁকে। ‘এম এস ধোনি’র পর তাঁর চর্চিত প্রেমিক টাইগার শ্রফের সঙ্গে ‘বাঘী ২’ এবং ‘বেফিকরা’ নামে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন দিশা। এরপর ‘ভারত’ এবং ‘রাধে’ এবং চাইনিজ অ্যাকশন ছবি ‘কু’তেও অভিনয় করেছেন তিনি।

‘এক ভিলেন রিটার্নস’এর পর দিশার হাতে করণ জোহরের ‘যোদ্ধা’ রয়েছে। এই ছবিতে তাঁর পাশাপাশি সিদ্ধার্থ মলহোত্রা এবং রাশি খান্নাকেও দেখা যাবে। চলতি বছরের ১১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।