• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একেবারে দিদিমার মুখ বসানো! ডিম্পল কাপাডিয়ার নাতনিকে দেখে চোখ সরছে না নেটিজেনদের, রইল ছবি

Published on:

Bollywood actress Dimple Kapadia’s granddaughter Naomika Saran’s picture goes viral

বলিউডের (Bollywood) একসময়কার নামী অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন ডিম্পল কাপাডিয়া (Dimple Kapadia)। ঋষি কাপুর থেকে শুরু করে রাজেশ খান্না- বর্ষীয়ান এই অভিনেত্রী কাজ করেছেন বহু সুপারস্টারের সঙ্গে। নিজের দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে জিতেছেন দর্শকমন। সম্প্রতি ডিম্পলকে শাহরুখ খান অভিনীত ব্লকবাস্টার ছবি ‘পাঠান’এ দেখেছেন দর্শকরা। সেখানেও তাঁর অভিনয় দারুণ পছন্দ হয়েছে দর্শকদের।

বি টাউনের এই নামী অভিনেত্রী এমন একজন ব্যক্তিত্ব যিনি নিজের কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের সৌজন্যেও বহুবার সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন। রাজেশ খান্নার সঙ্গে বিয়ে, বিচ্ছেদ থেকে শুরু করে সানি দেওলের সঙ্গে চর্চিত প্রেম- ডিম্পলের ব্যক্তিগত জীবন বারবার হয়ে উঠেছে চর্চার টপিক। সম্প্রতি যেমন নিজের নাতনির (Dimple Kapadia granddaughter) সৌজন্যে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন এই বর্ষীয়ান অভিনেত্রী।

Dimple Kapadia

রাজেশ খান্না এবং ডিম্পল কাপাডিয়ার দুই মেয়ে রয়েছে তা অনেকেই জানেন। তবে টুইঙ্কলকে দর্শকরা চিনলেও রিঙ্কি বরাবরই থেকেছেন লাইমলাইট থেকে দূরে। তবে সম্প্রতি রিঙ্কির মেয়ের ছবিই সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। যা দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা।

ডিম্পল কন্যা রিঙ্কি বহু বছর আগে ব্যবসায়ী সমীর শরণের সঙ্গে সাত পাক ঘুরেছিলেন। তাঁদের মেয়ের নাম হল নাওমিকা (Naomika Saran)। মায়ের মতোই লাইমলাইট থেকে দূরে থাকেন নাওমিকাও। তবে কয়েকদিন আগে অক্ষয় কুমার এবং টুইঙ্কল খান্নার পুত্র আরভ কুমারের সঙ্গে তাঁর বেশ কিছু ছবি ভাইরাল হয়েছিল। সেখানেই তাঁর রূপের ছটায় মোহিত হয়েছিলেন অনেকে। এরপর থেকেই নেটপাড়ার চর্চার টপিক হয়ে ওঠেন রিঙ্কি কন্যা।

Naomika Saran

সম্প্রতি নাওমিকা নিজের পড়াশোনা সম্পূর্ণ করেছেন এবং তাঁর গ্র্যাজুয়েশন সেরিমনি হয়েছে। সেখানে দিদিমা ডিম্পলের সঙ্গে গিয়েছিলেন তিনি। নাওমিকা সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। অনেকেই বলছেন, রিঙ্কি কন্যাকে দেখতে একেবারে তাঁর দিদিমার মতো।

Dimple Kapadia and Naomika Saran

নাওমিকার গ্র্যাজুয়েশন সেরিমনির ছবি দেখে মাসি টুইঙ্কলের পাশাপাশি অমিতাভ বচ্চনের কন্যা শ্বেতা বচ্চন নন্দা, শ্বেতার মেয়ে নভ্যা নভেলি নন্দা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। অনেকে আবার সেই ছবিগুলি দেখে তাঁর তুলনা সুহানা-জাহ্নবীর মতো স্টারকিডদের সঙ্গে করছেন। অর্থাৎ সবমিলিয়ে বলিউডে পা রাখার আগেই নাওমিকা যে নেটিজেনদের মন জয় করে নিয়েছেন তা বুঝে নিতে কোনও অসুবিধা হচ্ছে না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥