বলিউডের (Bollywood) নামী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) হলিউডেরও (Hollywood) পরিচিত মুখ। ‘xXx: Return of Xander Cage’ সিনেমায় তাঁকে দেখেছেন দর্শকরা। সেই ছবিতে নজর কেড়েছিল বি টাউনের ‘মস্তানি’র অভিনয়। কিন্তু তারপর থেকে আর হলিউডে দেখা যায়নি তাঁকে। প্রিয়াঙ্কা চোপড়া ছাড়া এই মুহূর্তে হলিউডে আর কোনও ভারতীয় শিল্পীকে সেভাবে দেখাও যায় না। সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন দীপিকা নিজে।
হলিউড ডেবিউ ছবিতেই ‘পাঠান’ (Pathaan) অভিনেত্রী কাজ করেছিলেন নামী অভিনেতা ভিন ডিজেলের বিপরীতে। প্রথম ছবিতে নজর কাড়লেও তাঁকে আর হলিউডে দেখা যায়নি। সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে এই বিষয়ে মুখ খোলেন দীপিকা। অভিনেত্রী বলেন, ‘হলিউডে দক্ষিণ এশীয় উপস্থাপনের কথা যদি বলা হয় তাহলে আমাদের অনেকটা পথচলা বাকি। আমি সেই দিকেই তালিয়ে রয়েছি’।
দীপিকার কথায়, ‘কোনও হলিউড সিনেমায় ভারতীয় ডাক্তার অথবা ভারতীয় ট্যাক্সি ড্রাইভার হয়ে আমি থাকতে চাই না, আমরা কেউ আর চাই না। আমি ওয়ান্ডার ওম্যান, ব্যাট ওম্যান হতে চাই। এর নেপথ্যে কোনও কারণ নেই। আর এখানে ‘আমি’ বলতে আমি ‘আমাদের’ বোঝাতে চাইছি। এমন কোনও কারণ নেই যে আমি বার্বি হতে চাইব’।
‘পাঠান’ নায়িকার কথায়, ভারতীয় শিল্পীরা হলিউডে এমন চরিত্রে অভিনয় করতে চান যেটি তাঁদের ক্ষমতা এবং প্রতিভার সঠিক মূল্যায়ন করবে। বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া আস্তে আস্তে হলিউডে নিজের স্থান পাকা করেছেন। এখন অ্যাকশন নির্ভর ছবিতেও দেখা যাচ্ছে ‘দেশি গার্ল’কে।
অপরদিকে বলিউড নায়িকারাও এখন কিন্তু অ্যাকশনে পিছিয়ে নেই। দীপিকা নিজে ব্লকবাস্টার ‘পাঠান’এ আইএসআই এজেন্টের ভূমিকায় অভিনয় করে সকলকে চমকে দিয়েছেন। ক্যাটরিনা কাইফকেও অ্যাকশন করতে দেখেছেন দর্শকরা। হলিউড ছবিতেও এমন কোনও চরিত্রেই ভারতীয় অভিনেত্রীরা ডাক পাবেন আশা করেন দীপিকা।
দীপিকার আগামী প্রোজেক্টের নিরিখে বলা হলে, ‘পাঠান’এর পর অভিনেত্রীকে প্রভাস, অমিতাভ বচ্চনের সঙ্গে ‘প্রোজেক্ট কে’তে দেখা যাবে। আগামী বছর জানুয়ারি মাসে মুক্তি পাবে সেই সিনেমা। আপাতত সেই ছবির কাজ নিয়েই অভিনেত্রী বেশ ব্যস্ত আছেন।