বলিউড মানেই ঝাঁপিয়ে চকচকে গ্লামার ওয়ার্ল্ড। যার নাম-যশ-খ্যাতি-অর্থ-অর্থ প্রতিপত্তির অমোঘ টানে অতি দ্রুত সাফল্য লাভের আশায় অধিকাংশ তারকাদের কাছেই বন্ধুত্ব,সম্পর্কের মতো বিষয় গুলি অত্যন্ত নগণ্য হয়ে দাঁড়ায়। তাছাড়া বিনোদন জগতের ক্ষেত্রে একটি প্রচলিত মিথ হল তারকারা কখনও একে অপরের বন্ধু হয় না। তাই অধিক সাফল্যের আশায় তারকাদের নিজেদের মধ্যে রেষারেষির ঘটনা নতুন নয়।
পার্থক্য একটাই কেউ মুখের ওপরে কথা শুনিয়ে দেয় তো কেউ আড়ালে-আবডালে একে অপরকে খোঁচা দিয়ে কথা শোনানোর সুযোগ পেলে তা হাতছাড়া করে না। বলিউডে (Bollywood) তারকাদের মধ্যে এই রেষারেষি তথা ঠান্ডা লড়াইয়ের উদাহরণ নেহাত কম নয়। তা সে রাজেশ খন্না-অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ-সলমন কিংবা করিনা-বিপাশা তালিকাটা বেশ দীর্ঘ। এই তালিকায় রয়েছেন বলিউডের প্রথম সারির দুই জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং অনুষ্কা শর্মা (Anushka Sharma)।
প্রসঙ্গত একটা সময় ছিল যখন বলিউড অভিনেতা রণবীর সিংয়ের বর্তমান স্ত্রী তথা বলিউড ডিভা দীপিকা পাদুকোন এবং রণবীরের প্রাক্তন প্রেমিকা অনুষ্কা শর্মা একে অপরের সাথে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। এখানে বলে রাখি বলিউডের এই দুই অভিনেত্রীর মধ্যে অশান্তির কারণ কিন্তু রণবীর সিং নন। দুই অভিনেত্রীর ক্যাট ফাইটের আসল কারণ ছিল এক বহুজাতিক সংস্থার বিজ্ঞাপণের মুখ হওয়া নিয়ে তাঁদের মধ্যেকার রেষারেষি।
পরবর্তীকালে এপ্রসঙ্গে জনসমক্ষে সরব হয়েছিলেন ক্রিকেট তারকা বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা।বহুজাতিক সংস্থার মুখ হওয়া নিয়ে দীপিকা ঘনিষ্ঠরা অনুষ্কার বিরুদ্ধে নিজের পারিশ্রমিক কমিয়ে দীপিকার থেকে কাজ ছিনিয়ে নেওয়ার যে অভিযোগ করেছিলেন সে প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়ে অনুষ্কা বলেন ‘‘নিজের পারিশ্রমিক কমিয়ে আমার কোনও লাভ নেই। আমার কাছে পর্যাপ্ত ব্র্যান্ড আছে। তারা প্রত্যেকেই নিজেদের চুক্তির মেয়াদ বাড়িয়েছে। কোনও কোনও সংস্থা তৃতীয় বারের জন্য আমাকে সংস্থার মুখ হিসেবে বেছে নিয়েছে। আমার মনে হয় না অন্য কোনও নায়িকার সঙ্গে এমন হয়েছে। আমি সঠিক পথে চলছি বলেই হয়তো এ রকম হয়েছে।’’
এখানেই শেষ নয় পুরনো এক সাক্ষাৎকারে সরাসরি দীপিকা পাড়ুকোন কে একহাত নিয়ে অনুষ্কা বলে উঠেছিলেন , ‘‘দীপিকা আমার থেকে অনেক বেশি সিনেমায় কাজ করেছেন। তবে আমি বাছাই করা সিনেমায় অভিনয় করি। আমার কাছে প্রস্তাব আসা সব সিনেমাতেই আমি অভিনয় করি না।’’ সেইসাথে বিরাট পত্নীর আরও সংযোজন “আমি কখনই কাউকে টেনে নীচে নামাই না। তাই আমাকে লক্ষ্য করে কাদা ছোড়াছুড়ি বন্ধ করা হোক। আমি কারও দিকে আবর্জনা ছুড়ি না।’’ তবে এপ্রসঙ্গে এখনও পর্যন্ত কোনদিন মুখ খোলেননি দীপিকা। যদিও এখন বলিউডের এই সুন্দরী অভিনেত্রীকেই একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতেই দেখা যায়।