সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করতে করতে সেলিব্রেটিদের ছবি দেখে অনেক সময়ই চোখ আটকে যায় নেটিজেনদের। আর সেই ছবি যদি কোনো নায়ক নায়িকার ছোট বেলার ছবি হয় তাহলে তো কথাই নেই। পছন্দের তারকাদের ছোটো বেলার ছবি দেখে নিমেষে মন ভালো হয়ে যায় দর্শকদের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলিউডের প্রথম সারির এক অভিনেত্রীর ছবি।
নাম না বললে এক ঝলক দেখে প্রথমেই তাকে চিনে উঠতে পারবে না কেউই। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল ওই ছবিতে দেখা যাচ্ছে ট্রাইসাইকেলের উপর পুতুলের মতো বসে রয়েছে মিষ্টি দেখতে ফুটফুটে এক পুচকে মেয়ে। মাথায় রয়েছে ছোট্ট একটা ঝুঁটিতে পরনে রয়েছে গোলাপি-সাদা প্যান্ট আর গেঞ্জি। ছবির এই একরত্তি শিশুই এখন কাঁপাচ্ছেন গোটা বলিউড ইন্ডাস্ট্রি।
তার চোখের চাহনি থেকে শুরু করে একগাল হাসি দেখে দেশের অসংখ্য যুবকের বুকের বাঁদিকটা চিনচিন করে ওঠে। এই অভিনেত্রী আর কেউ নন, তিনি হলেন বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন। সদ্য মুক্তি দীপিকা অভিনীত গেঁহরাইয়া। মুক্তির পর থেকেই এই সিনেমাকে কেন্দ্র করে শিরোনামে রয়েছেন বলিউড অভিনেতা রণবীর ঘরনী।
সম্প্রতি রণবীরই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন দীপিকার ছোটবেলার এই মিষ্টি ছবিটি। যা ভাইরাল হয়েছে নিমেষে। আসলে রবিবারই দীপিকার বেঙ্গুলুরুর বাড়িতে অর্থাৎ শ্বশুরবাড়িতে গিয়েছিলেন রণবীর। সেখানেই বউয়ের ছেলেবেলার এই মিষ্টি ছবি দেখা মাত্রই তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন রণবীর।
শুধু বৌয়ের মিষ্টি ছবিই নয়, এদিন জামাই আদরের জন্য দীপিকার মা বানিয়ছিলেন স্পেশাল ‘চিরোতি হালু’। সেই ছবিও ইনস্টাস্টোরিতে শেয়ার করেছিলেন রণবীর। পাশাপাশি দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোনের তরুণ বয়সের একটি ছবিও শেয়ার করেছিলেন রণবীর। ছবিতে দেখা যায় ব্যাডমিন্টনের ব়্যাকেট হাতে টি-শার্টস আর সাদা শর্টস পরে রয়েছেন প্রকাশ পাড়ুকোন।