• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা হতে চলেছেন বিপাশা! ভিডিও ভাইরাল হতেই, ভক্তদের মধ্যে চোখে পড়েছে ব্যাপক উচ্ছাস

বলিউডের অন্যতম জনপ্রিয় সেলিব্রেটি কাপল হলেন অভীনেত্রী বিপাশা বসু (Bipasha Basu) এবং অভিনেতা করণ সিং গ্রোভার (Karan Singh Grover)। সোশ্যাল মিডিয়া খুললে মাঝে মধ্যেই নজরে আসে নজরে আসে তাদের ‘মাঙ্কি লাভ’-এর নানান ঝলক। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে ফের একবার শিরোনামে এসেছেন বঙ্গ তনয়া বিপাশা।

এখন বিটাউনে কান পাতলেই শোনা যাচ্ছে এই জনপ্রিয় বলি অভিনেত্রীর প্রেগন্যান্সির খবর। শোনা যাচ্ছে বিয়ের ৬ বছরের মাথায় অবশেষে মা হতে চলেছেন বিপাশা। এবার দুই থেকে তিন হতে চলেছেন করণ এবং বিপাশা। আর বলি অভিনেত্রীর মা হওয়ার খবর চাউর হতেই ভক্তদের মধ্যে চোখে পড়েছে ব্যাপক উচ্ছাস। তবে এখনও পর্যন্ত এই খবরে শিলমোহর দেননি বিপাশা কিংবা করণ কেউই।

   

Karan Singh Grover Bipasha Basu Marriage

আসলে গতকাল অর্থাৎ বুধবার, পরিবারের সদস্যদের সাথে ডিনার করতে বেরিয়েছিলেন করণ এবং বিপাশা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই মুহুর্তের ভিডিও। এই ভিডিওতে দেখা যাচ্ছে বড় আকারের নীল রঙের ঢিলেঢালা পোশাক পরে গাড়ি থেকে নামছেন বলি অভিনেত্রী। তাকে এমন বড় আকারের এমন পোশাকে দেখে জল্পনা তৈরি হয়েছে মা হতে চলেছেন অভিনেত্রী।

এমনিতে ইন্ডাস্ট্রিতে বিয়ের পরেই অভিনেত্রীদের ঢিলেঢালা পোশাকে দেখা মানেই তাদের প্রেগন্যান্সি নিয়ে জল্পনা তৈরি হয়। ব্যাতিক্রম নন বিপাশাও। এদিন টিলাঢালা পোশাকে বিপাশাকে দেখে ইউজাররা জানতে চান, অভিনেত্রী গর্ভবতী কি না। অনেকেই ভাবতে শুরু করেন বেবি বাম্প লুকানোর জন্য একটি বড় আকারের পোশাক পরেছেন তিনি।

বিপাশা বসু,Bipasha Basu,করণ সিং গ্রোভার,Karan Singh Grover,গর্ভাবস্থা,Pregnant,ভাইরাল ভিডিও,Viral Video,সোশ্যাল মিডিয়া,Social Media

তবে এই প্রথম নয় এর আগেও একবার ২০২০ সালে বিপাশার প্রেগন্যান্সি নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছিল। নায়িকাকে ঢিলেঢালা পোশাকে দেখে অনেকে ভেবেছিলেন, কর্ণ-বিপাশা অভিভাবক হতে চলেছেন। কিন্তু সেসময় সমস্ত জল্পনা উড়িয়ে বিপাশা বলেছিলেন, ‘‘ যেটা ভাবছেন সেটা না। এটা শুনে হয়তো অনেকেই দুঃখ পাবেন কিন্তু আমি গর্ভবতী নই। তাছাড়া মা হওয়ার অনুভূতি অতুলনীয়। যে দিন হব, সকলকে জানিয়ে দেব।’’

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)