• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হার্টে ফুটো, মাত্র ৩ মাস বয়সেই বিরাট অপারেশন! মেয়ের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন বিপাশা

Published on:

Bollywood actress Bipasha Basu reveals her daughter Devi had two holes in her heart

গত বছর নভেম্বর মাসে মাতৃত্বের স্বাদ অনুভব করেছেন বলিউড (Bollywood) অভিনেত্রী বিপাশা বসু (Bipasha Basu)। বিয়ের ৭ বছরের মাথায় বিপাশা এবং স্বামী করণ সিং গ্রোভারের ঘর আলো করে আসে মেয়ে দেবী (Devi Basu Singh Grover)। এরপর থেকে মেয়েকে ঘিরেই আবর্তিত হচ্ছে তারকাজুটির জীবন। এইটুকু বয়সে নেটিজেনদেরও নয়নের মণি হয়ে গিয়েছে বিপাশার মেয়ে (Daughter)। তবে সম্প্রতি মেয়ের স্বাস্থ্য নিয়ে বিপাশা এমন একটি তথ্য সবার সামনে এনেছেন যা শুনে চোখে জল এসে গিয়েছে প্রত্যেকের।

সম্প্রতি বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে এসেছিলেন বিপাশা। সেখানেই প্রথমবার মেয়ের স্বাস্থ্য নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। বিপাশা জানান, জন্ম থেকেই দেবীর বুকে দু’টো ফুটো ছিল। একথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন ‘জিসম’ নায়িকা। এরপর নিজেকে সামলে আবার বলতে থাকেন তিনি।

Bipasha Basu Karan Singh Grover Daughter Devi

বিপাশা বলেন, দেবীর জন্মের তিন দিনের মাথায় চিকিৎসকেরা জানান, দেবীর হার্টে দু’টো ফুটো রয়েছে। তাঁদের প্রত্যেক মাসে স্ক্যান করার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। বলা হয়েছিল, হার্টের ফুটোগুলো নিজে থেকে সারছে কিনা সেদিকে নজর রাখতে হবে। কিন্তু সেই সঙ্গে তাঁরা এও বলেছিলেন, ফুটোগুলো এতটাই বড় যে নিজে থেকে সেটা ওঠা বেশ মুশকিল। সেক্ষেত্রে দেবীর তিন মাসের মাথায় একটি অপারেশন করতে হবে।

বঙ্গ তনয়া বলেন, ‘সেই সময় নিজেকে দুঃখী, ভারাক্রান্ত, দ্বিধাগ্রস্ত মনে হয়। কারণ কীভাবে ওইটুকু শিশুর ওপেন হার্ট সার্জারি করা যায়!’ নিজের চোখের জল আটকে বিপাশা ভেবেছিলেন, এটা নিজে থেকেই হয়তো ঠিক করতে শুরু করবে। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয়নি। এরপরেই অপারেশনের সিদ্ধান্ত নেন তাঁরা।

Bipasha Basu daughter heart surgery, Devi Basu Singh Grover heart surgery

অভিনেত্রীর কথায়, ‘আমি জানতাম ও ঠিক হয়ে যাবে। ওকে ঠিক হতেই হতো। আর আজ ও ভালো আছে। সঠিক সময়ে সঠিক জায়গায় এই অপারেশন করানোর জন্যই আজ এটা সম্ভব হয়েছে’। তবে বিপাশা মনের জোর দেখালেও, মেয়ের অসুস্থতা দেখে করণ নাকি প্রচণ্ড ভেঙে পড়েছিলেন। অভিনেত্রী জানান, স্বামীর অবস্থা দেখে তাঁকে আরও দ্বিগুণ শক্ত হয়ে থাকতে হয়েছিল।


তবে যাকে নিয়ে সবার এত চিন্তা, সেই দেবী কিন্তু তিন মাস বয়সেও একটুও ভেঙে পড়েনি। বিপাশা জানান, ‘আমি যখন ওঁকে মনিটারে ঘেরা, বুকে ব্যান্ডেজ লাগানো অবস্থায় প্রথমবার আইসিইউতে দেখেছিলাম, তখন ও সেখানে একজন হিরোর মতো শুয়েছিল। দেবী শক্ত হৃদয়ের মেয়ে এবং প্রচণ্ড শক্তিশালী’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥