• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা হওয়া মোটেই সোজা নয়! প্রেগনেন্সির অভিজ্ঞতা শেয়ার করলেন বলিউডের বাঙালি অভিনেত্রী বিপাশা বসু

বলিউডের (Bollywood) নামী অভিনেত্রী বিপাশা বসু (Bipasha Basu) এবং তাঁর স্বামী তথা অভিনেতা করণ সিং গ্রোভার (Karan Singh Grover) এই মুহূর্তে তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় দিন গুনছেন। কিছুদিনের মধ্যেই বলিউডের ‘মাঙ্কি কাপল’এর জীবনে চলে আসবে খুদে সদস্য। তবে মা হওয়ার আগে বিপাশা কিন্তু বেশ ভুগছেন। ভিডিও শেয়ার করে নিজেই সেকথা জানিয়েছেন বঙ্গ তনয়া।

চলতি বছরের মাঝামাঝি নাগাদ অনুরাগীদের সঙ্গে প্রেগন্যান্সির সুখবর ভাগ করে নিয়েছিলেন করণ এবং বিপাশা। জানিয়েছেন, শীঘ্রই তাঁদের জীবনে আসতে চলেছে পুঁচকে সদস্য। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু মিষ্টি ছবি শেয়ার করে সেকথা জানিয়েছিলেন এই তারকা জুটি। ইনস্টাগ্রামে নিজের সাধ থেকে শুরু করে খুঁটিনাটি নানান মুহূর্তের ছবি, ভিডিও শেয়ারও করতেন বিপাশা।

   

Bollywood couple Bipasha Basu and Karan Singh Grover holding a newborn picture goes viral

তবে মা হওয়া যে একেবারেই সহজ নয়, তা এখন বেশ বুঝতে পারছেন বলি সুন্দরী। খুদে সদস্য আগমনের কয়েক দিন আগে একেবারে বিছানায় পড়ে গিয়েছেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিও শেয়ার করে সেকথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

বিপাশা বিছানায় শুয়ে নিজের একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘সন্তানের জন্মের আগে জকজন প্রচুর কাজ বাকি থাকে সেই সময় বিছানায় শুয়ে বিশ্রাম নিতে একেবারেই ভালোলাগে না। তবে আমি নিজেকে শুধু ঠাণ্ডা থাকতে বলছি’।

Bipasha Basu bed rest

যদিও এই প্রথম নয়, প্রেগন্যান্ট হওয়ার পর থেকে বেশ ‘ভুগেছেন’ বিপাশা। এর আগে অভিনেত্রী জানিয়েছিলেন, প্রেগন্যান্ট হওয়ার পর তাঁর ওজন অনেকটা কমে গিয়েছিল। কারণ তিনি কিছু খেতেই পারছিলেন না। শরীর অসুস্থ থাকত। হয় বিছানায় আর না হলে বাথরুমে দিনের বেশিরভাগ সময় কাটত তাঁর। এছাড়াও শরীরচর্চা না করতে পারাটাও তাঁর কাছে অনেকটা কষ্টের ছিল বলে জানিয়েছিলেন ‘বিপস’।

Bipasha Basu

বিপাশার কথায়, ‘আমায় ওয়ার্ক আউট এবং ট্রেনিং বন্ধ করে শুধু শুয়ে থাকতে হয়েছিল। যতটা কঠিন হবে মনে হয়েছিল, তার চেয়ে অনেক বেশি কঠিন ছিল। সারাদিন দৌড়াদৌড়ি না করে সারাদিন পায়ের ওপর পা তুলে কীভাবে শুধু শুয়ে থাকতে, রিল্যাক্স করতে হয় তা আমায় শিখতে হয়েছিল।

site