• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডে গিয়েও ভোলেননি বাংলার সংস্কৃতি, বাঙালি রীতি মেনেই মেয়ের মুখেভাত দিলেন বিপাশা

Published on:

Bollywood actress Bipasha Basu arranged daughter Devi Basu Singh Grover’s rice eating ceremony in bengali style

বঙ্গ তনয়া বিপাশা বসু (Bipasha Basu) বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির অত্যন্ত নামী অভিনেত্রীদের মধ্যে একজন। নিজের তুখোড় অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভালোবাসা, যশ, খ্যাতি আদায় করে নিয়েছেন তিনি। বেশ অনেকটা সময় পর্দা থেকে দূরে থাকলেও বিপাশা দর্শকদের মন থেকে কিন্তু মুছে যাননি। মাঝেমধ্যেই সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন তিনি।

বিপাশা এমন একজন অভিনেত্রী যিনি নিজের ব্যক্তিগত জীবনের কারণে বহুবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। তা সে জন আব্রাহামের সঙ্গে প্রেম হোক বা বিয়ে করা, মা হওয়া- নিজের পার্সোনাল লাইফ কখনওই পর্দার আড়ালে রাখেননি তিনি। এমনকি বাকি বলি তারকাদের মতো নিজের সন্তানকেও অনুরাগীদের থেকে লুকিয়ে রাখেননি এই বঙ্গ তনয়া। মাঝেমধ্যেই মেয়ে দেবীর (Devi Basu Singh Grover) নানান ছবি, ভিডিও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন বিপাশা।

Bipasha Basu and Karan Singh Grover, Devi Basu Singh Grover

গত বছর নভেম্বর মাসে মাতৃত্বের স্বাদ অনুভব করেছেন বলিউডের এই নামী অভিনেত্রী। বিপাশা এবং তাঁর স্বামী করণের ঘর আলো করে এসেছে তাঁদের একমাত্র মেয়ে। দেখতে দেখতে ৬ মাস বয়স হয়ে গিয়েছে ছোট্ট দেবীর। সেই উপলক্ষ্যে সম্প্রতি ধুমধাম করে মেয়ের মুখেভাত (Rice Ceremony) আয়োজন করেছিলেন বিপাশা।

বাংলা থেকে দূরে থাকলেও বিপাশা বাঙালি সংস্কৃতিকে একেবারেই ভুলে যাননি। মেয়ের নাম, ডাক নাম সবকিছু বাংলায় রেখেছেন তিনি। দেবীর ৬ মাস হতেই তাই বাঙালি রীতি মেনে তাঁর মুখেভাতও দিয়ে দিলেন বলি অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই অনুষ্ঠানে ভিডিও শেয়ার করেছেন বিপাশা নিজে।

Bipasha Basu and Karan Singh Grover, Devi Basu Singh Grover, Devi Basu Singh Grover Mukhebhaat, Devi Basu Singh Grover rice eating ceremony

দেবীর মুখেভাতের জন্য রাজকীয়ভাবে সেজে উঠেছিল করণ-বিপাশার মুম্বইয়ের বাড়ি। কাঁসার থাকায় স্বস্তিক চিহ্ন এঁকে রাখা হয়েছিল ধান, দূর্বা সহ আশীর্বাদের অন্যান্য উপকরন। এছাড়া আর একটি থালায় ছিল বই, টাকার মতো বেশ কিছু জিনিস। মুখেভাতের জন্য ছোট্ট দেবীকে পরানো হয়েছিল বেনারসী শাড়ি, পায়ে সোনার নূপুর এবং মাথায় কনের টোপর। মুখেভাতে অনুষ্ঠানে বাবার কোলে বসে একেবারে পরীর মতো দেখাচ্ছিল করণ-বিপাশার মেয়েকে।

 

View this post on Instagram

 

A post shared by Bipasha Basu (@bipashabasu)


দেবীর অন্নপ্রাশনের জন্য বিপাশাও সেজে উঠেছিল একেবারে বাঙালি বধূর মতোই। লাল সালোয়ার কামিজ, মাথায় চওড়া সিঁদুর পরে নজরকাড়া লাগছিল বঙ্গ তনয়াকে। শোনা গিয়েছে, বিপাশা এবং করণ নিজেদের মেয়েকে বাঙালি এবং পাঞ্জাবি দুই রীতিতেই বড় করছেন। মা-বাবা দু’জনের সংস্কৃতির সঙ্গে দেবীর পরিচয় করানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন বি টাউনের এই তারকাজুটি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥