• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঝুলন গোস্বামীর বায়োপিকে অনুষ্কা! ক্রিকেটের মার-প্যাঁচ শিখতে, এখন থেকেই ঘাম ঝরাচ্ছেন নায়িকা

Published on:

বলিউড ইন্ডাস্ট্রিতে বিশিষ্ট ব্যাক্তিদের নিয়ে বিশেষ করে স্পোর্টস ম্যানদের নিয়ে বায়োপিক তৈরি করা নতুন ঘটনা নয়। ইতিপূর্বে মেরিকম থেকে শুরু করে মিলখা সিং, কিংবা মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে কপিল দেব নারী পুরুষ নির্বিশেষে এমনই বহু লিভি লেজেন্ডদএর জীবনী অবলম্বনে তৈরি হয়েছে বায়োপিক। যা একসময়ে চুটিয়ে ব্যাবসা করেছে ইন্ডাস্ট্রিতে।

এবার খুব শিগগিরই আসতে চলেছে বাংলার গর্ব তথা ভারতের জাতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) বায়োপিকে (Biopic)। এই সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে বলিউড ডিভা অনুষ্কা শর্মাকে (Anushka Sharma)। ২০২০ সালের জানুয়ারি মাসেই শোনা গিয়েছিল পর্দায় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর ভূমিকায় দেখা যাবে অনুষ্কা শর্মাকে। কিন্তু এরই মাঝে করোনা অতিমারী এবং অনুষ্কার মা হওয়ার জেরে কেটে গিয়েছে ২ বছর।

একবছর আগেই বিরাট অনুষ্কার কোল আলো করে এসেছে তাদের একরত্তি সন্তান ভামিকা। মেয়ে হওয়ার পর অভিনয় জগত থেকে এক বছরের বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। এরপর বড়সড় ধামাকা নিয়ে দীর্ঘ ৪ বছর বাদে প্রত্যাবর্তন করতে চলেছেন অনুষ্কা। মাঝে শোনা গিয়েছিল ‘চাকদা এক্সপ্রেস’ (Chakda Xpress)-এর কাজ হাতছাড়া হয়েছে অনুষ্কার।

এমনকি এও শোনা যায় পরিবর্তন করা হয়েছে সিনেমার কাস্টিং। এও শোনা যায় অনুষ্কার পরিবর্তে এই সিনেমায় অভিনয় করবেন তৃপ্তি দিমরি। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে জানুয়ারি মাসেই সিনেমার টিজার প্রকাশ্যে এনেছিলেন এই প্রযোজক-অভিনেত্রী অনুষ্কা শর্মা। জানা গেছে সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রসিত রায়। এছাড়া কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া লন্ডনে টানা ত্রিশ দিন ছবির শ্যুটিং হবে বলে খবর।

‘চাকদা এক্সপ্রেস’-এর প্রযোজনায় অনুষ্কা ও তাঁর ভাই কর্ণেশ শর্মার সংস্থা ক্লিন স্লেট ফিল্মসের তত্তাবধানে তৈরি হচ্ছে সিনেমা। ঝুলন গোস্বামীর মতো একজন ক্রিকেটারের কায়দায় বোলিং থেকে ব্যাটিং, ক্রিকেটের সমস্ত মার প্যাঁচ শিখতে এখন থেকেই ২২ গজের ময়দানে নেট প্রাক্টিসে নেমে পড়েছেন বিরাট ঘরণী। কালো ট্র্যাক প্যান্ট, সাদা টি-শার্ট, মাথায় লাল টুপি পরে মঙ্গলবার মুম্বইয়ের এক ময়দানে ধরা পড়ল জোর কদমে অনুষ্কার নেট প্রাক্টিসের ছবি।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥