গত বেশ কিছুদিন ধরে কলকাতায় রয়েছেন বলিউডের (Bollywood) নামী অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। তাঁর আগামী ছবি ‘চাকদা এক্সপ্রেস’এর (Chakda Xpress) শ্যুটিং করতে এখানে এসেছেন তিনি। শহরের আনাচে কানাচে ঘুরে ঘুরে অনুষ্কা থেকে একটু একটু করে কিংবদন্তি ঝুলন গোস্বামী হয়ে উঠেছেন বলি সুন্দরী। ইডেন গার্ডেন্স থেকে শুরু করে আন্দুল হয়ে হাওড়া ময়দান, এই ক’দিনে শহর কলকাতাকে (Kolkata) একেবারে চষে বেড়িয়েছেন তিনি।
কলকাতায় অবশ্য এই প্রথম আসা নয় অনুষ্কার। এর আগেও ‘পরী’ ছবির শ্যুটিংয়ের সময় এখানে এসেছেন তিনি। কলকাতা তাঁর বরাবরই খুব পছন্দের জায়গা। এখানকার বাতাসে যে বন্ধুত্ব, প্রেম প্রেম গন্ধ রয়েছে তা মুগ্ধ করে বিরাট কোহলির ঘরণীকে। সেই জন্যই তো ‘চাকদা এক্সপ্রেস’এর শ্যুটিং শেষে মেয়ে ভামিকাকে নিয়ে বাড়ি ফেরার সময় খানিক আবেগঘন হয়ে পড়লেন তিনি।
সম্প্রতি একটি নামী সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় শহর কলকাতার ভূয়সী প্রশংসা করেন অনুষ্কা। সেই সঙ্গেই জানান, এই শহর তাঁর ভালোবাসায় জায়গা। আবেগ ভরা গলায় অনুষ্কা বলেন, ‘আমার মনের খুব কাছের শহর কলকাতা। শহর কলকাতার ভালোবাসা, প্রেম, মানুষদের কোনও তুলনা হয় না। শহরের প্রত্যেকটা কোণায় ইতিহাসের ছোঁয়া রয়েছে। এখানকার খাবার থেকে শুরু করে সংস্কৃতি সব কিছু খুব অন্য রকমের। আমার খুব ভালোবাসার জায়গা এটা’।
শহর কলকাতায় এসেছেন, অথচ কিছু না পেয়ে খালি হাতে ফিরে গিয়েছেন এমন মানুষ খুব কমই রয়েছে। তাই আবারও এই শহরে ফিরতে পেরে খুবই খুশি বলি সুন্দরী। শুক্রবার যেমন শিয়ালদহ স্টেশনে চুটিয়ে শ্যুটিং করেছেন। অনুষ্কা জানেন, ঝুলনের চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে গেলে কলকাতাকে ভালোবাসতে হবে। কারণ এই শহরের হাত ধরেই তো উত্থান সকলের প্রিয় ‘চাকদা এক্সপ্রেস’এর।
অনুষ্কার কথায়, ‘এই শহরে শ্যুটিং করতে আমি যা যা দারুণ অভিজ্ঞতা করেছি তা আমার চিরকাল মনে থাকবে। ঝুলন গোস্বামী একজন আইকনিন চরিত্র। এই কলকাতা এবং পশ্চিমবঙ্গ থেকেই শুরু হয়েছিল ওনার যাত্রা। ঝুলনকে গড়ে তুলতে কিন্তু এই শহরের গুরুত্ব অনেকখানি’।
দীর্ঘসময় বড়পর্দা থেকে দূরে থাকার পর ‘চাকদা এক্সপ্রেস’এর হাত ধরে ফের বড়পর্দায় কামব্যাক করছেন অনুষ্কা। এই ছবির জন্য এতটুকু খামতি রাখছেন না বলি সুন্দরী। এমনকি অনুষ্কা যখন ইডেনে শ্যুটিং করতেন তখন সেখানে বেশিরভাগ দিন উপস্থিত থাকতেন ঝুলন নিজে। অভিনেত্রীকে অনেক সাহায্যও করেন তিনি। কিংবদন্তি এই বোলারের প্রশংসা করে অনুষ্কা বলেন, ‘ওনাকে শ্যুটিংয়ের সময় পেয়ে আমি সত্যিই আপ্লুত। ওনার সঙ্গে কথা হয়েছে, অনেক কিছু জানতে পেরেছি। খুবই ইতিবাচক একজন মানুষ উনি’।