• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গিরগিটির রঙের মতো বদলাবেন পোশাক! Bigg Boss’র জন্য ২০০ সেট জামাকাপড় কিনলেন ভিকি-অঙ্কিতা

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে টেলিভিশনের পর্দায় শুরু হচ্ছে ‘বিগ বস’ সিজন ১৭ (Bigg Boss 17)। সলমন খান সঞ্চালিত এই শোয়ে প্রথমবার রিয়েল লাইফ জুটিরা এন্ট্রি নিতে চলেছে। এই বছর ‘কাপল ভার্সেস সিঙ্গেল’ থিম দেখা যাবে ‘বিগ বস’র ঘরে। স্বামী ভিকি জৈনের (Vicky Jain) সঙ্গে যেমন ভাইজানের শোয়ে প্রতিযোগী হিসেবে ধরা দিতে চলেছেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande)।

গত কয়েকমাস ধরেই শোনা যাচ্ছিল, ‘বিগ বস’র নতুন সিজন প্রতিযোগী হিসেবে দেখা যাবে অঙ্কিতাকে। প্রথমে খবর এসেছিল, অঙ্কিতা একাই অংশগ্রহণ করবেন। কিন্তু এবার শোনা গেল, স্বামীর সঙ্গেই শোয়ে দেখা যাবে বলিউড (Bollywood) অভিনেত্রীকে। ইতিমধ্যেই ‘বিগ বস’এ যাওয়ার তোরজোড় শুরু করে দিয়েছে তারকাজুটি।

   

Ankita Lokhande and Vicky Jain, Ankita Lokhande and Vicky Jain in Bigg Boss 17

২০০ সেট জামাকাপড় কিনেছেন ভিকি-অঙ্কিতা!

হিন্দি টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় একটি রিয়্যালিটি শো হল ‘বিগ বস’। এই শোয়ের হাত ধরে যে কতজনের ভাগ্য বদলেছে তা গুনে শেষ করা যাবে না। অনেকে বলিউডে কাজের সুযোগ অবধি পেয়েছেন। তাই প্রত্যেক প্রতিযোগীই চান, সলমনের (Salman Khan) শোয়ে তাঁকে স্টাইলিশ দেখাক। ভিকি-অঙ্কিতাও ব্যতিক্রম নন, পুরো দুনিয়ার সামনে যাতে তাঁদের সুন্দর দেখায় সেই জন্য নাকি ইতিমধ্যেই ২০০ সেট জামাকাপড় কিনে ফেলেছেন মিস্টার অ্যান্ড মিসেস জৈন।

জামাকাপড়ের পিছনে কত টাকা খরচ করলেন ভিকি-অঙ্কিতা?

শোনা যাচ্ছে, স্টাইলিশ অথচ আরামদায়ক, এমন পোশাক কিনেছেন জৈন দম্পতি। এক পোশাক যাতে দু’বার পড়তে না হয় সেই জন্য এত জামাকাপড় কিনেছেন তাঁরা। শুধু তাই নয়, এও জানা গিয়েছে, ‘বিগ বস’র ঘরে রোজ তিনবার পোশাক বদল করবেন অঙ্কিতা। অপরদিকে ভিকিকে দু’বার নিজের ড্রেস চেঞ্জ করতে দেখা যাবে। এত পোশাক কিনতে ভিকি-অঙ্কিতা যে বিপুল অর্থ খরচ করেছেন তা পরিষ্কার। তবে সেই অঙ্কটা কত তা এখনও জানা যায়নি।

Ankita Lokhande and Vicky Jain, Ankita Lokhande and Vicky Jain in Bigg Boss 17

হিনা খানের রেকর্ড ভাঙতে চলেছেন ভিকি-অঙ্কিতা!

‘বিগ বস’ সিজন ১১’র রানার্স আপ তথা জনপ্রিয় টেলি অভিনেত্রী হিনা খান এই শোয়ে কখনও ড্রেস রিপিট করেননি। একটি পোশাক একবারই পরেছিলেন এই টেলি ডিভা। মনে করা হচ্ছে, ‘বিগ বস’র আসন্ন সিজনে সেই রেকর্ড ভেঙে দিতে চলেছেন ভিকি-অঙ্কিতা। এবার দেখা যাক, শেষ অবধি এমনটা হয় কিনা।