• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফের সুখবর বলিউডে, স্পষ্ট বেবি বাম্প! শীঘ্রই মা হতে চলেছেন অমৃতা রাও

Published on:

বলিউড অভিনেত্রী অমৃতা রাও (Amrita Rao )ও তার স্বামী আর জে আনমোল (R J Anmol)। দুজনের জীবনে আসতে চলেছে নতুন এক সদস্য। মা হতে চলেছেন অভিনেত্রী অমৃতা রাও, ৯ মাসের অন্তসত্তা তিনি। অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। মাঝে মধ্যেই নিজের ছবি শেয়ার করেন ভক্তদের জন্য। এদিন সোশ্যাল মিডিয়াতেই একটি ছবি পোস্ট করে জানিয়েছেন।

অভিনেত্রী অমৃতা বলিউড ইন্ডাস্ট্রিতে বহুদিন ধরে আছেন। ২০০২ তে “দি লেজেন্ড অফ ভগত সিং (The Legend of Bhagat Singh) ছবিতে প্রথম আত্মপ্রকাশ। এর পর ২০০৬ সালে “বিবাহ (Vivah) ছবিতে তার অভিনয় বেশ জনপ্রিয় হয়েছিল, এছাড়াও  শাহরুখ খানের সাথে “মে হু না (Mai hu na) অমিতাভ বচ্চনের সাথে দিবার ( Deewar) ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী। এছাড়াও বহু ছবিতেই দেখা গেছে তাকে।

আর যে আনমোলের সাথে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী অমৃতা রাও। সাথে লিখেছেন, “আপনাদের জন্য এটা ১০ মাস। কিন্তু আমাদের জন্য ইটা ৯ মাস। সারপ্রাইজ সারপ্রাইজ। . আনমোল আর আমি বর্তমানে অপেক্ষার নবম মাসে আছি! আমি আপনাদের সাথে এই খবরটি ভাগ করতে পেরে খুবই এক্সসাইটেড। সাথে দুঃখিত আপনাদের কাছ থেকে এই সুখবরটি গোপন করার জন্য”।

সাথে অভিনেত্রী আরো লিখেছেন, “তবে ইটা সত্যি সন্তান খুব শীঘ্রই আসতে চলেছে। এটা আমাদের ও আমাদের পরিবারের জন্য বেশ উত্তেজনাপূর্ণ যাত্রা ছিল। ধন্যবাদ সকলকে, এবাবেই সকলে আমাদের জন্য প্রার্থনা করবেন”।

https://www.instagram.com/p/CGgv-cBDg5K/

সোশ্যাল মিডিয়াতে ছবিটি পোস্ট করার পর থেকে শুভেচ্ছার ঢল  অভিনেত্রীর পোস্টে। ইতিমধ্যেই ছবিটির দর্শক পেরিয়েছে লখ্যাধিক। সাথে রয়েছে হাজারো শুভেচ্ছা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥