মুক্তির পর থেকেই বক্স অফিস কাঁপাচ্ছে আলিয়া ভাট (Alia Bhatt) অভিনীত গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি (Gangubai Kathiwadi)। সিনেমায় মাফিয়া ক্যুইনের চরিত্রে আলিয়ার অভিনয়ের দাপট দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। একথা বললে ভুল হবে না এই সিনেমার হাত ধরেই অভিনেত্রী হিসাবে আলিয়া ভাটকে নতুন করে আবিষ্কার করেছে গোটা বলিউড। মুক্তির দিন থেকেই একের পর এক রেকর্ড তৈরি করে চলেছে এই সিনেমা।
মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে লক্ষ্মীলাভ করেছে সঞ্জয় লীলা বনশালির এই পিরিয়ড ড্রামা। ইতিমধ্যেই বক্স অফিসে প্রায় ১০০ কোটি ছুঁই ছুঁই আলিয়ার এই ছবি। বলিউডে এই বিরাট সাফল্যের পর এবার মহেশ ভাট কন্যা আলিয়ার মুকুটে জুড়তে চলেছে নতুন পালক। এবার খুব শিগগিরই হলিউডে পা রাখতে চলেছেন অভিনেত্রী। আজই এমনই এক বড়সড় ঘোষণা করেছে নেটফ্লিক্স ইন্ডিয়া৷
ট্যুইট করে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, “একটা ঘোষণা দিয়ে দিনটা শুরু করছি ৷ আন্তর্জাতিক স্পাই থ্রিলার হার্ট অফ স্টোনে গল গ্যাডট (Gal Gadot-starrer Netflix film) ও জেমি ডোরন্যানের সঙ্গে অভিনয় করতে চলেছেন আলিয়া ভাট ৷” এই সুখবর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন অভিনেত্রী আলিয়া ভাট নিজেও।
আলিয়ার দেওয়া এই সুখবর পাওয়া মাত্রই আলিয়া ভক্তদের মধ্যে দেখা গিয়েছে বিরাট উচ্ছ্বাস। জানা যাচ্ছে নেটফ্লিক্স ও স্কাইড্যান্সের যৌথ উদ্যোগে তৈরি হতে চলেছে আলিয়ার এই প্রথম হলিউড ছবি। হলিউডের দ্য হার্ট অব স্টোন ছবিতে কাজ করতে চলেছেন আলিয়া ভাট। গোয়ান্দা গল্পকেন্দ্রিক এই ছবিটির পরিচালনার দায়িত্বে থাকবেন টম হার্পার।
এই ছবিতে ‘ওয়ান্ডার ওম্যান’ গ্যাল গ্যাডট এবং ‘ফিফটি শেডস’ খ্যাত জেমি ডরনান-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করে অভিনয় করতে চলেছেন আলিয়া। যার জেরে বলিউড তারকাদের হলিউড সিনেমায় কাজ করার তালিকাটি ক্রমশ দীর্ঘ হয়ে চলেছে। প্রসঙ্গত প্রিয়ঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, ঐশ্বর্য রাই অনিল কাপুরের পর এবার আলিয়া ভাট পা রাখতে চলেছেন হলিউডে।