বর্তমানে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী আলিয়া ভাট। স্টার কিড হয়েও শুরু থেকেই নিজের বলিষ্ঠ অভিনয় দক্ষতার জেরে নজর কেড়েছেন সিনেমা প্রেমীদের। যা তাকে খুব অল্প বয়সেই এনে দিয়েছে বিরাট সাফল্য। ২০১২ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমার হাত ধরে বলিউডে হাতেখড়ি হয় আলিয়ার।
এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। একের এরপর অনেক হিট সিনেমা উপহার দিয়ে চলেছেন আলিয়া। তবে শুধু সিনেমা নয় সিনেমার মতোই রঙিন আলিয়ার ব্যাক্তিগত জীবন। জীবনে প্রেম এসেছে একাধিকবার। আজ বং ট্রেন্ডের পাতায় থাকছে আলিয়া ভাটের প্রেমিকদের তালিকা।
১) আলি দাদারকার (Ali Dadarkar)
আলিয়ার প্রেমিকদের তালিকায় এরপরেই যার নাম আসে তিনি আলিয়ার ছোটবেলার বন্ধু আলি দাদারকর। বলা হয় এই সময় তাদের সম্পর্ক ছিল খুবই মজবুত। তবে আলিয়া বলিউডে ডেবিউ করার পরেই তাদের ব্রেক আপ হয়ে যায়।
২) রমেশ দুবে (Ramesh Dubey)
কলেজে পড়া কালীন রমেশ দুবের সাথে ডেট করতেন আলিয়া। তারা দুজনেই একই ক্লাসে পড়াশোনা করতেন। জানা যায় আলিয়া সেসময় সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তাই তিনি নিজের ওজনও কমিয়ে ফেলেছিলেন। এরপর এই সম্পর্ক থেকে বেরিয়ে এসে অভিনেত্রী তার ক্যারিয়ারে মনোনিবেশ করেন।
৩) সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra)
স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় আলিয়ার। এই সিনেমার সূত্রেই একে অপরের কাছাকাছি আসতে শুরু করেন আলিয়া ভাট এবং সিদ্ধার্থ মালহোত্রা। আলিয়াকে সিদ্ধার্থের পরিবারও খুব পছন্দ করতে শুরু করে বলে খবর। কিন্তু ‘কাপুর অ্যান্ড সন্স’ সিনেমার সময় সিদ্ধার্থ ও আলিয়ার সম্পর্কের অবনতি ঘটে এবং এরপর থেকেই একে অপরের থেকে আলাদা হয়ে যান এই জুটি।
৪) বরুণ ধাওয়ান (Varun Dhawan)
সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে সম্পর্ক শেষ হতে না হতেই বরুণ ধাওয়ানের সঙ্গেও আলিয়ার সম্পর্কের গুঞ্জন তৈরি হয়। তবে জানা আসলে এটা তাদের সিনেমা প্রচারের একটি কৌশল ছিল।কিন্তু পরে বরুণ নিজেই স্পষ্ট জানান তিনি নাতাশার প্রেমে পড়েছেন।
৫) কাভিন মিত্তল (Kavin Mittal)
লক্ষ্মী মিত্তালের ছেলে কাভিন মিত্তালের সাথে আলিয়ার একটি বিজনেস সামিটে দেখা হয়েছিল। এরপর দুজনেই একে অপরের সাথে অনেকবার দেখা করেছেন এবং দুজনকে একসাথে ডিনারে যেতেও দেখা গিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আলিয়াকে তিনি রিজেক্ট করেছিলেন বলে খবর।
৬) রণবীর কাপুর (Ranbir Kapoor)
বিগত বেশ কয়েক বছর ধরেই রণবীর কাপুরের সাথে সম্পর্কের খবরে শিরোনামে রয়েছেন আলিয়া ভাট। এখন মাঝে মধ্যেই তাদের বিয়ের গুঞ্জন শোনা যায়।তবে এখনও পর্যন্ত তারা কেউই এই বিষয়ে কিছু নিশ্চিত করেননি।