• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শিশুশিল্পী হিসাবেই শুরু হয়েছিল পথ চলা, রইল হৃত্বিক-আলিয়া সহ ৬ বলি তারকার ছোটবেলার অদেখা ছবি

Updated on:

Hrithik Roshan to Alia Bhatt childhood photo

বলিউডে এমন বহু তারকা রয়েছেন, যারা নায়ক-নায়িকা হিসেবে নয়, নিজেদের কেরিয়ার শুরু করেছিলেন শিশু শিল্পী হিসেবে। এরপর মুখ্য চরিত্রে অভিনয় করেও সমান জনপ্রিয়তা পেয়েছেন। আজ বলিপাড়ার (Bollywood) এমন কয়েকজন তারকার নাম একটু জেনে নেওয়া যাক, যারা খুদে শিল্পী হিসেবে বলিউডে পা রেখেছিলেন এবং এরপর মুখ্য চরিত্রে অভিনয় করার সময়ও সমান জনপ্রিয়তা পেয়েছেন।

শ্রীদেবী (Sridevi)- বলিউডের প্রথম মহিলা সুপারস্টাড়র বলা হয় তাঁকে। সেই শ্রীদেবী মাত্র ৪ বছর বয়সে শিশু শিল্পী হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। ছোটবেলা থেকে নাচ এবং অভিনয়ের প্রতি ঝোঁক থাকা শ্রীদেবী তামিল ইন্ডাস্ট্রিতে শিশু শিল্পী হিসেবে প্রথমে কাজ শুরু করেন। এরপর সেখানে চুটিয়ে কাজ করার পর ১৯৭৫ সালে ‘জুলি’ ছবির হাত ধরে বলিউডে পা  রাখেন শ্রীদেবী।

Sridevi as child artist

আমির খান (Aamir Khan)- বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমিরও শিশু শিল্পী হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। ‘ইয়াদো কি বারাত’, ‘মদহোশ’ ছবিতে শিশু শিল্পি হিসেবে কাজ করেছিলেন আমির। এই  দুই ছবির পরিচালক এবং প্রযোজক ছিলেন যথাক্রমে আমিরের কাকা নাসির হুসেন এবং পিতা তাহির হুসেন।

Aamir Khan in Yaadon ki Baraat

ঋত্বিক রোশন (Hrithik Roshan)- বলিপাড়ার ‘গ্রিক গড’ ঋত্বিক মাত্র ৬ বছর বয়সে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। ‘আশা’ ছবিতে একটি নাচের দৃশ্যের অংশ ছিলেন তিনি। এরপর ‘আপকে দিওয়ানে’, ‘আস পাস’, ‘ভগবান দাদা’র মতো বেশ কিছু ছবিতে খুদে অভিনেতা হিসেবে কাজ করেছেন তিনি।

Hrithik Roshan as child artist

কুণাল খেমু (Kunal Khemu)- ‘গোলমাল’ ছবিতে কুণালের কাণ্ড কারখানা দেখে দর্শকরা নিজেদের হাসি চেপে রাখতে পারেননি। এই অভিনেতাও শিশু শিল্পী হিসেবে বলিউডে পা রেখেছিলেন। দূরদর্শনের একটি টিভি সিরিজ থেকে  শুরু করে ‘রাজা হিন্দুস্তানি’, ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’-সহ একাধিক ছবিতে অভিনয় করেছিলেন কুণাল।

Kunal Khemu

আলিয়া ভাট (Alia Bhatt)- ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির মাধ্যমে বলিউডে পা  রেখেছিলেন মহেশ ভাটের কন্যা আলিয়া। এরপর একাধিক ছবিতে নিজের দুর্ধর্ষ অভিনয়ের মাধ্যমে প্রত্যেকের মন  জয় করে নিয়েছেন আলিয়া। তবে আলিয়াও  শিশু শিল্পী  হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘সংঘর্ষ’ ছবিতে খুদে শিল্পী হিসেবে  অভিনয় করেছিলেন আলিয়া।

Alia Bhatt

ইমরান খান (Imran Khan)- আমির খানের ভাগ্নে ইমরানও শিশু শিল্পী হিসেবে বলিউডে পা রেখেছিলেন। ‘কয়ামত সে  কয়ামত তক’ এবং ‘জো জিতা ওয়াহি সিকন্দর’ ছবিতে আমিরের ছেলেবেলার চরিত্রে অভিনয় করেছিলেন ইমরান।

Imran Khan as child artist

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥