• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভাগ্যের ফেরে সিনেমা ফ্লপ! রাজ কাপুর থেকে জিতেন্দ্র, সর্বস্ব খুইয়ে পথে বসেছিলেন এই অভিনেতারা

সাম্প্রতিক অতীতে বলিউডের একাধিক সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। একের পর এক সিনেমা ফ্লপের খাতায় নিজের নাম তুলছে। একটি সিনেমা হিট করলে যেমন সেই ছবির নির্মাতা, অভিনেতা, অভিনেত্রীদের প্রচুর লাভ হয়, তেমনই আবার সিনেমা ফ্লপ (Flop) করলে তাঁদের চরম লোকসানের সম্মুখীন হতে হয়। বলিউডে এমন বহু অভিনেতা রয়েছেন যারা সিনেমা ফ্লপ হওয়ার পর দেউলিয়া (Bankrupt) হয়ে গিয়েছিলেন। পথে বসার জোগাড় হয়েছিল তাঁদের। আজকের প্রতিবেদনে এমনই ৩ অভিনেতার (Bollywood actors) নাম তুলে ধরা হল।

রাজ কাপুর (Raj Kapoor)- তালিকায় প্রথম নামটিই হল কিংবদন্তি রাজ কাপুরের। অবিশ্বাস্য শুনতে লাগলেও এটিই সত্যি। বলিউডের এই নামী অভিনেতার স্বপ্নের প্রোজেক্ট ‘মেরা নাম জোকার’এর থেকে কার্যত মুখ ফিরিয়ে নিয়েছিলেন দর্শকরা। এখন সেই ছবি নিয়ে বেশ চর্চা হলেও, সেই সময় বেশিরভাগ দর্শকদের ছবিটি একেবারেই ভালোলাগেনি।

   

Raj Kapoor

এই ছবিটি বানানোর পিছনে রাজ নিজের সম্পূর্ণ সঞ্চয় খরচ করে দিয়েছিলেন। ওদিকে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সেই সিনেমা। যে কারণে একেবারে গলা অবধি দেনায় ডুবে যান রাজ কাপুর।

গুরু দত্ত (Guru Dutt)- বলিপাড়ার নামী অভিনেতা গুরু দত্তের নামও এই তালিকায় রয়েছে। অভিনেতার স্বপ্নের প্রোজেক্ট ‘কাগজ কে ফুল’ও বক্স অফিসে চরম ফ্লপ হয়েছিল। সেই ধাক্কা মেনে নিতে বেশ কষ্টই হয়েছিল গুরুর। এমনকি উনি ডিপ্রেশনেও চলে গিয়েছিলেন। এই ছবির ব্যর্থতার পর উনি আর কোনও ছবি পরিচালনা করেননি।

Guru Dutt

জীতেন্দ্র (Jeetendra)- তালিকার শেষ নামটি হল বলিউড সুপারস্টার জীতেন্দ্রর। অভিনেতা ‘দিদার-এ-ইয়ার’ বানানোর পিছনে নিজের জীবনের সম্পূর্ণ সঞ্চয় খরচ করে দিয়েছিলেন।

Jeetendra

শোনা যায়, জীতেন্দ্রর কাছে সিনেমার প্রস্তাব আসা কম হয়ে যাওয়ার কারণে উনি ‘দিদার-এ-ইয়ার’ বানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই কারণে জীবনের সবটুকু সঞ্চয় খরচ করে দিয়েছিলেন। পাশাপাশি ধারও নিয়েছিলেন প্রচুর টাকা। কিন্তু ছবিটি চরম ফ্লপ হয়েছিল। শেষ পর্যন্ত অভিনেতা পরপর ৬০টি ছবি করে সেই ধার শোধ করেন।

site