• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একেবারে বৌয়ের ন্যাওটা! অমিতাভ থেকে শাহরুখ, ‘জোরু কা গুলাম’ নামে পরিচিতি এই ৭ বলি অভিনেতারা

Updated on:

Amitabh Bacchan to Shahrukh Khan these bollywood actors are called joru ka gulam

বলিউডের বহু বিবাহিত কাপল রয়েছেন যাঁদের ‘পাওয়ার কাপল’ ট্যাগ দিয়েছেন অনুরাগীরা। প্রায় সবসময় একসঙ্গে ঘুরতে দেখা যায় তাঁদের। প্রকাশ্যেই একে অপরের তারিফ করতে দেখা যায়। অনুরাগীদের একাংশের এই বিষয়টি ভালোলাগলেও, অনেকে আবার এই কারণে বলিপাড়ার সেই অভিনেতাদের (Bollywood actors) ‘জোরু কা গুলাম’ (Joru ka gulam) উপাধি দিয়েছেন। আজকের এই প্রতিবেদন বলিউডের ‘জোরু কা গুলাম’ উপাধি পাওয়া ৭ অভিনেতার নাম তুলে ধরা হল।

রণবীর সিং (Ranveer Singh)- বলিউডের ‘খিলজি’র নাম এই তালিকার শীর্ষে রয়েছে। রণবীরকে প্রায় সবসময় স্ত্রী দীপিকার সঙ্গে ঘুরতে দেখা যায়। এছাড়াও স্ত্রীয়ের প্রচণ্ড খেয়াল রাখা থেকে শুরু করে প্রকাশ্যে অভিনেত্রীর তারিফ করা- রণবীরের এই সব কাজে জন্যই অনুরাগীরা তাঁকে ‘জোরু কা গুলাম’ উপাধি দিয়েছেন।

Ranveer Singh and Deepika Padukone

শাহরুখ খান (Shah Rukh Khan)- বলিউড ‘বাদশা’ শাহরুখের নামও তালিকায় রয়েছে। একথা বহুবার শোনা গিয়েছে, দর্শকমনে ‘কিং খান’ রাজত্ব করলেও, বাড়ির ভেতর এবং তাঁর জীবনে চলে শুধুমাত্র স্ত্রী গৌরীর রাজত্ব। আর সেই কারণেই শাহরুখও পেয়েছেন এই উপাধি।

Shah Rukh Khan and Gauri Khan

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)- শধুমাত্র শাহরুখই নন, ‘জোরু কা গুলাম’এর এই উপাধি পেয়েছেন ‘বিগ বি’ অমিতাভও। বলিউড সুপারস্টার বহুবার জানিয়েছেন, তিনি স্ত্রী জয়া বচ্চনকে বেশ ভয়ই পান। আর ঠিক এই জন্যই এই বিশেষ উপাধি পেয়েছেন অমিতাভ।

Amitabh Bachchan and Jaya Bachchan

রণবীর কাপুর (Ranbir Kapoor)- বলিউডের দুই রণবীরের নামই এই তালিকায় রয়েছে। চলতি বছরই অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। এরপর অভিনেত্রী বহুবার জানিয়েছেন, রণবীর তাঁর প্রচণ্ড খেয়াল রাখেন।

Ranbir Kapoor and Alia Bhatt

অক্ষয় কুমার (Akshay Kumar)- বলিউড সুপারস্টার অক্ষয় কুমারকে ‘খিলাড়ি’ নামে ডেকে থাকেন অনুরাগীরা। তবে বড় পর্দায় অভিনেতা যত ‘খেল’ই দেখান না কেন, বাড়িতে স্ত্রী টুইঙ্কলের সামনে সেসব করতে পারেন না।

Akshay Kumar Twinkle Khanna

শাহিদ কাপুর (Shahid Kapoor)- বলিউডের নামী অভিনেতা, ‘চকোলেট বয়’ শাহিদের নামও তালিকায় রয়েছে। ‘কবীর সিং’ খ্যাত অভিনেতা প্রকাশ্যেই বহুবার স্ত্রী মীরার প্রশংসা করেছেন। সোশ্যাল মিডিয়ায় স্ত্রীয়ের সঙ্গে প্রচুর ‘লাভি ডাভি’ ছবি শেয়ার করে থাকেন শাহিদ।

Shahid Kapoor and Mira Rajput

ভিকি কৌশল (Vicky Kaushal)- ২০২১ সালের শেষ দিকে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে সাত পাক ঘুরেছেন অভিনেতা ভিকি কৌশল।

Vicky Kaushal and Katrina Kaif

ক্যাটকে তিনি কতটা ভালোবাসেন, তা বহুবার বলেছেন ভিকি। বিয়ের পর সেই ভালোবাসা প্রকাশ্যেই দেখিয়ে থাকেন অভিনেতা। আর সেই কারণেই অনুরাগীরা তাঁকে ‘জোরু কা গুলাম’ উপাধি দিয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥