বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে সম্পর্কের ভাঙা-গড়া একেবারেই নতুন বিষয় নয়। এমন বহুবার দেখা গিয়েছে, সুখী বৈবাহিক জীবন (Marriage) থাকা সত্ত্বেও অন্য নায়িকার প্রেমে পড়েছেন বি টাউনের নায়করা। কেউ কেউ তো আবার প্রথম স্ত্রীকে (First Wife) ডিভোর্স (Divorce) না দিয়েই লুকিয়ে দ্বিতীয় বিয়ে করে নিয়েছেন। নায়ক হিসেবে সেরা হলেও স্বামী হিসেবে একেবারে জঘন্য বি টাউনের এই ৬ সুপারস্টার। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক তাঁদের নাম।
ধর্মেন্দ্র (Dharmendra)- বলিউডে পা রাখার আগেই প্রকাশ কৌরকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র। স্ত্রী এবং চার সন্তানকে নিয়ে সুখী সংসার ছিল অভিনেতার। কিন্তু হেমা মালিনীকে দেখেই তাঁর প্রেমে পড়ে যান ‘শোলে’ নায়ক। ‘ড্রিম গার্ল’র প্রেমে তিনি এতটাই মগ্ন হয়ে গিয়েছিলেন যে প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই তাঁকে বিয়ে করে নেন। শোনা যায়, বিয়ের আগে ইসলাম গ্রহণ করেছিলেন ধর্মেন্দ্র এবং হেমা।
সঞ্জয় খান (Sanjay Khan)- বি টাউনের নামী অভিনেতা সঞ্জয় প্রথম স্ত্রী জারিনকে ডিভোর্স না দিয়েই অভিনেত্রী জিনাত আমনকে বিয়ে করেন। বিয়ের পর একথা জানতে পারেন জিনাত। শোনা যায়, একবার হোটেলে প্রথম স্ত্রীর সামনেই জিনাতকে কষিয়ে থাপ্পড় মেরেছিলেন সঞ্জয়। এরপর বিবাহবিচ্ছেদ হয়ে যায় তাঁদের।
মহেশ ভাট (Mahesh Bhatt)- স্ত্রী কিরণ ভাটের সঙ্গে বিবাহবিচ্ছেদ না করেই সোনি রাজদানকে বিয়ে করেছিলেন মহেশ। শোনা যায়, অভিনেত্রী পারভিন বাবির সঙ্গে স্বামীর পরকীয়ার কথা জানতে পেরে তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন কিরণ। এরপর মহেশের জীবনে এন্ট্রি হয় সোনির এবং তাঁকেই বিয়ে করেন পরিচালক।
উদিত নারায়ণ (Udit Narayan)- প্রথম স্ত্রী রঞ্জনা ঝায়ের সঙ্গে বিচ্ছেদ না করেই দীপা গহত্রজকে বিয়ে করেন উদিত নারায়ণ। একথা জানতে পেরেই আইনি পদক্ষেপ নেন রঞ্জনা। প্রথমে তাঁকে স্ত্রীয়ের মর্যাদা দিতে অস্বীকার করেছিলেন গায়ক। কিন্তু পরে সত্যিটা স্বীকার করতে বাধ্য হন উদিত।
রাজ বব্বর (Raj Babbar)- প্রথম স্ত্রী নাদিরা জাহিরকে ডিভোর্স না দিয়েই বলিউড অভিনেত্রী স্মিতা পাটিলকে বিয়ে করেন রাজ। যদিও বিয়ের এক বছরের মধ্যেই পুত্র প্রতীকের জন্ম দিতে গিয়ে মৃত্যু হয় স্মিতার। এরপর আবার নাদিরার কাছেই ফিরে আসেন রাজ।
সেলিম খান (Salim Khan)- বলিউড সুপারস্টার সলমন খানের বাবা সেলিম খান বলিউড ইন্ডাস্ট্রির নামী চিত্রনাট্যকারদের মধ্যে একজন। তিনিও দুই বিয়ে করেছেন।
সলমনের মা সলমাকে ডিভোর্স না দিয়েই অভিনেত্রী হেলেনকে বিয়ে করেন সেলিম। শোনা যায়, প্রথমে এই নিয়ে খান পরিবারে তুমুল অশান্তি হতো। কিন্তু এখন দুই বৌকে নিয়ে সুখেই রয়েছেন সলমনের বাবা।