• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কেবল অভিনয় নয়, ডাবিং করেও বক্স অফিস কাঁপিয়েছেন এই ৭ বলি তারকা, তালিকায় অজয় থেকে শ্রেয়স

দক্ষিণ ভারতীয় সিনেমার (South Indian cinema) সারা দেশ জুড়ে বিপুল জনপ্রিয়তা রয়েছে। সমগ্র দেশ জুড়ে নানান ভাষায় মুক্তি পায় সাউথের নানান ছবি। নানান ভাষার সেই তালিকায় নাম রয়েছে হিন্দি ভাষারও। প্রত্যেক ভাষায় ডাব করে দক্ষিণের যে কোনও ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তবে সাউথের পর সবচেয়ে বেশি যে ভাষায় মানুষ সিনেমাটি দেখেন, তা হল হিন্দি। আর সেই কারণেই জনপ্রিয় নানান ডাবিং শিল্পীদের দিয়ে ডাবিংয়ের কাজ করানো হয়। আবার অনেক সময় বলিউডের বহু সুপারস্টারও সাউথের নানান ব্লকবাস্টার সিনেমার ডাবিং করেন। আজ বলিউডের ৭ জনপ্রিয় অভিনেতা (Bollywood actors), যাঁদের কণ্ঠ সাউথের সিনেমায় শোনা যায়, তাঁদের নাম একটু জেনে নেওয়া যাক।

শ্রেয়স তালপাড়ে (Shreyas Talpade)- সুপারহিট ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজিতে নজরকাড়া অভিনয় করেছিলেন শ্রেয়স। বলিউডের এই নামী অভিনেতা আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পাঃ দ্য রাইজ’ ছবিতে ভয়েজ ওভার দিয়েছেন। আল্লুর কণ্ঠেই শোনা গিয়েছে শ্রেয়সের আওয়াজ। এবার জানা যাচ্ছে, দক্ষিণী সুপারস্টারের আগামী ছবিতেও ভয়েজ ওভার আর্টিস্ট হিসেবে কাজ করবেন তিনি।

   

Shreyas Talpade

সংকেত মাত্রে (Sanket Mhatre)- এই নামী ভয়েজ ওভার আর্টিস্ট সাউথের পাশাপাশি হলিউডের সিনেমাতেও নিজের কণ্ঠ দেন। তবে দক্ষিণী সিনেমার ক্ষেত্রে আল্লু অর্জুনের কণ্ঠে তাঁর আওয়াজ বেশি শোনা যায়। ‘দ্য রিয়েল টাইগার’, ‘দ্য রিয়েল তেবর’, ‘এনকাউন্টার শঙ্কর’এর মতো একাধিক ছবিতে ডাবিং আর্টিস্ট হিসেবে কাজ করেছেন।

Sanket Mhatre

বিনোদ কুলকার্নি (Vinod Kulkarni)- বিনোদ বহু সাউথের সিনেমায় ডাবিং আর্টিস্ট হিসেবে কাজ করেছেন। দক্ষিণী কমেডিয়ান ব্রহ্মানন্দমের সঙ্গে তাঁর আওয়াজ মেলে। ‘আর্য ২’, ‘পাওয়ার’ সহ একাধিক ছবিতে তাঁর জন্য ভয়েজ ওভার দিয়েছেন এই জনপ্রিয় আর্টিস্ট।

Vinod Kulkarni

রাজেশ কাবা (Rajesh Kava)- জনপ্রিয় এই ভয়েজ ওভার আর্টিস্ট সাউথের বহু সিনেমায় ডাবিং করেছেন। সুপারস্টার বিজয়ের কণ্ঠে তাঁর আওয়াজ শোনা যায়। ‘সুপারহিরো শাহেনশাহ’ ছবিতে রাজেশ ভয়েজ ওভার দিয়েছিলেন।

Rajesh Kava

শরদ কেলকার (Sharad Kelkar)- বলিউডের নামী অভিনেতা শরদও দক্ষিণ ভারতীয় ছবিতে ডাবিং শিল্পী হিসেবে কাজ করেছিলেন। ‘বাহুবলী’ সিনেমায় প্রভাসের কণ্ঠে শোনা গিয়েছিল শরদের আওয়াজ।

Sharad Kelkar

মনোজ পাণ্ডে (Manoj Pandey)- মনোজ রানা ডগ্গুবাতির ডাবিং শিল্পী হিসেবে কাজ করেন। ‘বাহুবলী’ সিনেমাতেও ভল্লালদেবের গলায় তাঁর আওয়াজই শোনা গিয়েছিল।

Manoj Pandey

অজয় দেবগণ (Ajay Devgn)- বলিউড সিংঘম অজয় দেবগণও সাউথের সিনেমায় ডাব করেন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

Ajay Devgn

বলিউডের সুপারস্টার অজয়  রাম চরণ অভিনীত ‘ধ্রুব’ সিনেমায় ভয়েজ ওভার আর্টিস্ট হিসেবে কাজ করেছিলেন।