বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা রয়েছেন যারা পর্দায় ঠাকুর-দেবতার (God) চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন। এনাদের মধ্যে অনেকের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, আবার অনেকে অভিনয়ের জন্য ট্রোল হয়েছেন। তবে একথা ঠিক, চরিত্র দর্শকদের পছন্দ হোক বা না হোক প্রত্যেক অভিনেতাই সকল চরিত্রকে বাস্তব সম্মত করে তুলতে নিজের সবটুকু উজাড় (Give Up) করে দেন। অনেকসময় নিজেদের সবচেয়ে পছন্দের জিনিস বা অভ্যাসও ত্যাগ করেন। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক এমন ৩ বলিউড অভিনেতার (Bollywood Actor) নাম।
অক্ষয় কুমার (Akshay Kumar)- ‘ওহ মাই গড’ ছবিতে শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। প্রায় এক দশক আগে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় আক্কির অভিনয় দারুণ পছন্দ হয়েছিল দর্শকদের। তবে জানেন, শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয়ের জন্য অনেক বড় আত্মত্যাগ করেছিলেন অক্ষয়।
নিজের মায়ের কথা রাখার জন্য আমিষ খাবার খাওয়া ছেড়ে দিয়েছিলেন অক্ষয়। অভিনেতার মা বলেছিলেন, মাছ-মাংস খাওয়া যদি বন্ধ না করা হয় তাহলে পর্দায় শ্রীকৃষ্ণের চরিত্র সুন্দরভাবে ফুটিয়ে তোলা যাবে না। সেই কারণে সিনেমার শ্যুটিং শুরুর আগে আমিষ খাওয়া ছেড়ে দিয়েছিলেন অভিনেতা। এরপর চিরতরে নিরামিষাশী হয়ে যান তিনি।
দারা সিং (Dara Singh)- রামানন্দ সাগর পরিচালিত আইকনিক ‘রামায়ণ’এ হনুমানজির চরিত্রে অভিনয় করেছিলেন দারা সিং। পর্দায় বজরংবলী হয়ে ওঠার জন্য বিরাট বড় আত্মত্যাগ করেছিলেন অভিনেতা। দারা-পুত্র বিন্দু দারা সিং জানিয়েছিলেন, হনুমানজির চরিত্রের মধ্যে তাঁর বাবা সম্পূর্ণভাবে ঢুকে গিয়েছিলেন। অভিনেতা নাকি ঘুমের মধ্যেও সংলাপ বলতেন। অক্ষয়ের মতো তিনিও মাছ-মাংস খাওয়া বন্ধ করে দেন।
অরুণ গোভিল (Arun Govil)- এত দশক পরেও পর্দার সবচেয়ে যোগ্য ‘রাম’ বলা হয় অরুণ গোভিলকে। এখনও তাঁকে দেখলে ‘শ্রীরাম’ই মনে করেন অনেকে। তবে সেই চরিত্রের জন্যে অনেক বড় আত্মত্যাগ করেছিলেন অভিনেতা। সেকথা কিন্তু অনেকেই জানেন না।
অরুণ বলেছিলেন, প্রথমে তাঁকে শ্রীরামের চরিত্রের জন্য নিতে চাননি পরিচালক রামানন্দ সাগর। কারণ অভিনেতা ধূমপান করতেন। তাঁর কথা অনুযায়ী, পর্দায় যিনি শ্রীরামের চরিত্রে অভিনয় করবেন তাঁর কোনও খারাপ নেশা থাকা উচিত নয়। সেই কারণে ধূমপান করা ছেড়ে দিয়েছিলেন অরুণ।