বলিউডে (Bollywood) নাম হয়ে গেলে সেই দুনিয়া ছেড়ে (Leave) বেরোতে চান না কেউই। আর বেবোরেনই বা কেন! অর্থ, যশ, খ্যাতি- হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করলে পাওয়া যায় সবকিছুই। তবে এই বি টাউনেই এমন অনেক সেলেব রয়েছেন যারা কেরিয়ারের শীর্ষে থাকাকালীনই অভিনয় দুনিয়াকে বিদায় জানিয়েছেন। কোটি টাকার পিছুটান ছেড়ে চিরকালের মতো সরে দাঁড়িয়েছেন গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক এমনই ৭ ব্যতিক্রমী তারকার নাম।
ইমরান খান (Imran Khan): ‘জানে তু ইয়া জানে না’ ছবির হাত ধরে রাতারাতি সুপারস্টার হয়ে গিয়েছিলেন ইমরান খান। তবে ২০১৫ সালে ‘কাট্টি বাট্টি’ ছবির পর আর বলিউডে দেখা যায়নি তাঁকে। বেশ কয়েক বছর পর তাঁর এক বন্ধু জানান, চিরকালের মতো অভিনয়কে বিদায় জানিয়ে দিয়েছেন ইমরান। তবে ভবিষ্যতে পরিচালনায় আসার ইচ্ছা রয়েছে তাঁর। তবে সেই বিষয়েও কোনও নিশ্চয়তা নেই।
অমৃতা রাও (Amrita Rao): ‘বিবাহ’ ছবির নায়িকাকে নিশ্চয়ই মনে আছে? সেই অমৃতা রাও-ও স্বেচ্ছায় অভিনয় ছেড়ে দিয়েছেন। বিয়ের পর ক্যামেরার সামনে চুম্বন দৃশ্য, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করায় স্বচ্ছন্দ বোধ করতেন না অমৃতা। সেই জন্য কেরিয়ারের শীর্ষে থাকতেই বলিউডের গ্ল্যামার ওয়ার্ল্ডকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন তিনি।
সানা খান (Sana Khan): ২০২০ সালের অক্টোবর মাসে অভিনয় দুনিয়াকে বিদায় জানান অভিনেত্রী সানা খান। আধ্যাত্মিকতার পথ অবলম্বন করার জন্য এই সিদ্ধান্ত নেন অভিনেত্রী।
জায়রা ওয়াসিম (Zaira Wasim): ‘দঙ্গল’ ছবিতে গীতা ফোগাতের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন কাশ্মীরি অভিনেত্রী জায়রা। এরপর ‘সিক্রেট সুপারস্টার’, ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতেও দেখা গিয়েছিল অভিনেত্রীকে। কিন্তু এরপর ধার্মিক কারণের জন্য অভিনয় দুনিয়াকে বিদায় জানান জায়রা।
তনুশ্রী দত্ত (Tanushree Dutta): এই বাঙালি অভিনেত্রীর হাত ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে ‘মিটু’ মুভিমেন্ট শুরু হয়েছিল। একসময় হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হিসেবে গণ্য করা হতো তাঁকে। তবে বলিউডে তাঁর প্রতি যে বৈষম্য করা হয়েছে তার প্রতিবাদ স্বরূপ ইন্ডাস্ট্রি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তনুশ্রী।
আসিন থোট্টুকমল (Asin Thottumkal): ‘হাউসফুল ২’ অভিনেত্রী আসিনের নামও লিস্টে রয়েছে। বিয়ের পর ব্যক্তিগত জীবনে ফোকাস করার জন্য অভিনয় জীবনকে বিদায় জানান আসিন। শো-বিজের দুনিয়া ছেড়ে এখন স্বামী-সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন অভিনেত্রী।
রিয়া সেন (Riya Sen): ‘মহানায়িকা’ সুচিত্রা সেনের নাতনি রিয়ার নামও তালিকায় রয়েছে। রিয়া নিজেই একবার বলিউড ছাড়ার কারণ সবার সামনে ফাঁস করেছিলেন।
মুনমুন সেনের মেয়ে বলেছিলেন, মাত্র ১৬ বছর বয়সে তাঁকে যৌনতার প্রতীক হিসেবে দেখেছিল বলিউড। সেই বিষয়টি তাঁকে অস্বস্তিতে ফেলেছিল। আর সেই জন্যই অভিনয় দুনিয়াকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন রিয়া।