• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নকল নামেই কাঁপাচ্ছেন বলিউড! অজয় থেকে অক্ষয়, নাম পরিবর্তন করেই সফল হয়েছেন এই ১৩ সুপারস্টার

Published on:

Bollywood actors real name,Nana Patekar,Saif Ali Khan,Akshay Kumar,Ayushmann Khurrana,Tiger Shroff,Chunky Panday,Ashok Kumar,Ajay Devgn,Jackie Shroff,Vivek Oberoi,Sunny Deol,Bobby Deol,bollywood,entertainment,বলিউড অভিনেতাদের আসল নাম,বলিউড,বিনোদন

বলিউডে এমন বহু অভিনেতা রয়েছেন, যাঁদের আসল নাম অনেক অনুরাগীই জানেন না। ইন্ডাস্ট্রিতে নাম, যশ, খ্যাতি অর্জনের জন্য বাবা-মায়ের দেওয়া নামও বদলে দিয়েছেন অনেকে। আজকের এই বিশেষ প্রতিবেদনে এমনই ১৩ জন বলিউড সুপারস্টারের (Bollywood superstar) নাম তুলে ধরা হল, যারা বলিউডে সফল হওয়ার জন্য নিজের নাম পরিবর্তন করেছেন।

আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)- বলিউডের অন্যতম সেরা অভিনেতাদের মধ্যে একজন হলেন আয়ুষ্মান। নিজের অভিনয় এবং দুর্দান্ত গানের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন বহুবার। তবে বলিউডে কেরিয়ার শুরুর সময় যখন তাঁকে প্রচুর সংঘর্ষ করতে হয়েছিল, তখন নিজের নাম বদলের সিদ্ধান্ত নেন ‘ভিকি ডোনর’, ‘ড্রিম গার্ল’ খ্যাত অভিনেতা। বলিউডের এই জনপ্রিয় অভিনেতার আসল নাম নিশান্ত খুরানা।

Ayushmann khurrana Doctor G

টাইগার শ্রফ (Tiger Shroff)- বলিউড সুপারস্টার জ্যাকি শ্রফের পুত্রের নামও এই তালিকায় রয়েছে। ‘হিরোপন্তি’ ছবি দিয়ে বলিউড ডেবিউ করা এই অভিনেতার আসল নাম কিন্তু টাইগার নয়। বরং জ্যাকি পুত্রের নাম হল জয় হেমন্ত শ্রফ।

Tiger Shroff

অক্ষয় কুমার (Akshay Kumar)- বলিউডের ‘খিলাড়ি’ নামে খ্যাত অক্ষয় কুমারের নামও তালিকায় রয়েছে। বলিউডে সাফল্য পাওয়ার জন্যে অক্ষয়ও নিজের নাম পরিবর্তন করেছিলেন। বলিউডের এই জনপ্রিয় সুপারস্টারের আসল নাম হল রাজীব হরি ওম ভাটিয়া।

Akshay Kumar sad

সইফ আলি খান (Saif Ali Khan)- তালিকার চতুর্থ নামটি হল মনসুর আলি খান পটৌডি এবং অভিনেত্রী শর্মিলা ঠাকুরের পুত্র সইফের। বলিউডের অন্যতম সেরা এই অভিনেতা নিজের অভিনয়ের মাধ্যমে বারবার দর্শকদের মন জয় করেছেন। নিজের অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার, একাধিক ফিল্মফেয়ার পুরস্কারও জিতেছেন এই অভিনেতা। সেই সইফের আসল নাম হল সাজিদ আলি খান।

Saif Ali Khan

অজয় দেবগণ (Ajay Devgn)- বলিপাড়ার ‘সিংঘম’ বলা হয় তাঁকে। অজয়ের শুধুমাত্র দেশেই নয়, বিদেশেও প্রচুর অনুরাগী রয়েছেন। তবে অনেকেই হয়তো জানেন না, বলিউডে সাফল্য পাওয়ার জন্য নিজের নাম পরিবর্তন করেছেন অভিনেতা। বলিউড কাঁপানো এই অভিনেতার আসল নাম বিশাল দেবগণ।

Ajay Devgan in Singham

অন্নু কাপুর (Annu Kapoor)- দর্শকদের কাছে অন্নু কাপুর অত্যন্ত পরিচিত একটি নাম। বহু সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর একটি ওয়েব সিরিজও। বলিপাড়ার এই নামী অভিনেতার আসল নাম অনিল কাপুর।

Bollywood actors real name,Nana Patekar,Saif Ali Khan,Akshay Kumar,Ayushmann Khurrana,Tiger Shroff,Chunky Panday,Ashok Kumar,Ajay Devgn,Jackie Shroff,Vivek Oberoi,Sunny Deol,Bobby Deol,bollywood,entertainment,বলিউড অভিনেতাদের আসল নাম,বলিউড,বিনোদন

সানি দেওল (Sunny Deol)- সুপারস্টার ধর্মেন্দ্রর পুত্র সানির সেই ‘ঢাই কিলো কে হাত’ সংলাপটি এখনও দর্শকদের মনে গেঁথে রয়েছে। অভিনেতার পাশাপাশি নির্দেশক, নির্মাতা এবং রাজনীতিবিদ হিসেবেও কাজ করেছেন সানি। সেই অভিনেতার আসল নাম অজয় সিং দেওল।

Sunny Deol

ববি দেওল (Bobby Deol)- শুধুমাত্র সানিই নন, বলিউডে সাফল্য পাওয়ার জন্য নিজের নাম বদল করেছেন তাঁর ভাই ববিও। ‘আশ্রম’ সিরিজের নিরালা বাবার চরিত্রে অভিনয় করা ববির আসল নাম বিজয় সিং দেওল।

Bobby Deol in Aashram

জ্যাকি শ্রফ (Jackie Shroff)- টাইগার শ্রফের আগে বলিউড কাঁপিয়েছেন তাঁর পিতা তথা অভিনেতা জ্যাকি শ্রফ। ইন্ডাস্ট্রিতে ‘জাগ্গু দাদা’ হিসেবে খ্যাত এই অভিনেতাও ছেলের মতোই বলিউডে সফল হওয়ার জন্য নিজের নাম বদল করেছিলেন। জ্যাকির আসল নাম হল জয় কিশন কাকুভাই শ্রফ।

Jackie Shroff

চাঙ্কি পাণ্ডে (Chunky Panday)- বলিউডের প্রায় ৮০টি ছবিতে কাজ করেছেন অভিনেতা চাঙ্কি পাণ্ডে। ‘তেজাব’ ছবিতে নিজের দুর্দান্ত অভিনয়ের জন্য ফিল্ম ফেয়ার পুরস্কারও জিতেছিলেন তিনি। ‘হাউসফুল’ সিনেমার ‘মামামিয়া’র চরিত্রে অভিনয় করা চাঙ্কির আসল নাম হল সুয়শ পাণ্ডে।

Chunky Panday

বিবেক ওবেরয় (Vivek Oberoi)- বলিউডের জনপ্রিয় ভিলেন সুরেশ ওবেরয়ের পুত্র বিবেক ওবেরয়ও বলিউডের পরিচিত মুখ। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘কোম্পানি’ সিনেমার মাধ্যমে বলিউড ডেবিউ হয়েছিল তাঁর। এই বিবেকের আসল নাম হল বিবেকানন্দ ওবেরয়।

Vivek Oberoi

অশোক কুমার (Ashok Kumar)- বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতাদের মধ্যে একজন ছিলেন অশোক কুমার। শুধুমাত্র অভিনেতা হিসেবেই নয়, অশোকের পরিচিতি ছিল চিত্রকার এবং গায়ক হিসেবেও। বলিপাড়ার এই অভিনেতার আসল নাম হল কুমুদলাল গাঙ্গুলি।

Ashok Kumar

নানা পাটেকর (Nana Patekar)- বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেতাদের মধ্যেই উঠে আসত নানা পাটেকরের নাম। বহু সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি।

নানা পাটেকার Nana Patekar Lifestyle

‘রাজু বোন গয়া জেন্টলম্যান’, ‘ওয়েলকাম’ খ্যাত এই অভিনেতার কোটি কোটি অনুরাগী থাকলেও অনেকেই তাঁর আসল নাম জানেন না। বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকরের আসল নাম হল বিশ্বনাথ পাটেকর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥