• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হটাৎ করেই ফিরল ছোটবেলা! AI দিয়ে তৈরী ৫ বলি তারকাদের ছবি সুপারকিউট বলছে গোটা নেটপাড়া

Published on:

AI,Artificial intelligence,Bollywood,Childhood picture,Suhana Khan,Varun Dhawan,Sara Ali Khan,Alia Bhatt,Ranbir Kapoor,Entertainment,এআই,আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স,বলিউড,শৈশবের ছবি,ছোটবেলার ছবি,আলিয়া ভাট,রণবীর কাপুর,সারা আলি খান,বরুণ ধাওয়ান,সুহানা খান,বিনোদন,Bollywood actors childhood pictures,Bollywood actors childhood pictures by AI,বলিউড তারকাদের ছোটবেলার ছবি,বলিউড তারকাদের শৈশবের ছবি

সময়ের সঙ্গেই প্রযুক্তিরও (Technology) ব্যাপক উন্নতি হয়েছে। নিত্যনৈমিত্তিক জীবনে কৃত্রিম প্রযুক্তি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (Artificial Intelligence) ব্যবহার এখন খুব সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছেন। সম্প্রতি যেমন এই AI ব্যবহার করেই বলিউডের (Bollywood) নামী তারকাদের (Celebs) শৈশবের ছবি তৈরি করা হয়েছে, যা নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক সেই সময় মিষ্টি ছবি।

আলিয়া ভাট (Alia Bhatt)- বলিউডের হাইয়েস্ট পেইড নায়িকাদের মধ্যে একজন হলেন আলিয়া। শীঘ্রই হলিউডে পা রাখতে চলেছেন এই রণবীর কাপুরের স্ত্রী। AI ব্যবহার করে সেই আলিয়ার শৈশবের ছবি তৈরি করা হয়েছে। কী মিষ্টি দেখাচ্ছে না মিসেস কাপুরকে?

Alia Bhatt childhood picture, Alia Bhatt AI childhood picture

রণবীর কাপুর (Ranbir Kapoor)- আলিয়ার মতো তাঁর স্বামী রণবীরের শৈশবের ছবিও তৈরি করেছে AI। বলিউডের চকোলেট বয় রণবীরের ছোটবেলার ছবি কিউট হবে না তা কী হয় বলুন! টুপি পরে বসে থাকা পুঁচকে রণবীরকে দেখতে কিন্তু সত্যিই দারুণ মিষ্টি লাগছে।

Ranbir Kapoor childhood picture, Ranbir Kapoor AI childhood picture

সারা আলি খান (Sara Ali Khan)- নবাবনন্দিনী সারার নামও তালিকায় রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তাঁর শৈশবের ছবিও তৈরি করা হয়েছে। সারাকে এমনিতেই বেশ কিউট দেখতে। AI ব্যবহার করে তাঁর ছোটবেলার যে ছবি তৈরি করা হয়েছে সেখানেও কিন্তু প্রচণ্ড মিষ্টি দেখাচ্ছে সইফ আলিখানের মেয়েকে।

Sara Ali Khan childhood picture, Sara Ali Khan AI childhood picture

বরুণ ধাওয়ান (Varun Dhawan)- বি টাউনের হ্যান্ডসাম হাঙ্ক বরুণের ছোটবেলার ছবিও তৈরি করা হয়েছে AI’র মাধ্যমে। যে অভিনেতার হটনেসে ফিদা হাজার হাজার মেয়ে, সেই বরুণকে শিশু হিসেবে কী মিষ্টিটাই না দেখাচ্ছে! স্কুল ড্রেস পরে ছোট্ট বরুণকে কিন্তু সত্যিই দারুণ দেখাচ্ছে।

Varun Dhawan childhood picture, Varun Dhawan AI childhood picture

সুহানা খান (Suhana Khan)- বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের নয়নের মণি সুহানার নামও তালিকায় রয়েছে। শীঘ্রই বাবার দেখানো পথে হেঁটে অভিনয় জগতে পা রাখতে চলেছেন শাহরুখ-কন্যা।

Suhana Khan childhood picture, Suhana Khan AI childhood picture

সুহানা বাস্তব জীবনে বেশ হট হলেও, AI’র মাধ্যমে তাঁর যে শৈশবের ছবি তৈরি করা হয়েছে সেখানে কিন্তু তাঁকে প্রচণ্ড কিউট লাগছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥